ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭শে জানুয়ারি) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও প্রত্যেকের হাতে স্যুভেনির প্রদান করা হয়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উপদেষ্টা প্রফেসর ড. আনোয়ারুল হক স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি ড. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ।
এছাড়াও উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. কাজী আখতার হোসেন, প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান, আই.আই.ই.আর এর পরিচালক প্রফেসর ড. মেহের আলী, পরিবহন প্রশাসক প্রফেসর ড. আনোয়ার হোসেন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক এ কে আজাদ লাভলু, আইন সেল প্রশাসক প্রফেসর ড. রেবা মন্ডল, কেন্দ্রীয় গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান, প্রধান মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. এস. এম. নজরুল ইসলাম,নারী যৌন প্রতিরোধ কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. নাসিমা বানু প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. তপন কুমার রায় ও সহকারী অধ্যাপক তিয়াশা চাকমার।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহেেণ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
আরো পড়ুন:
0 responses on "ইসলামী বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠিত"