ইবাদত – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ইসলাম ও নৈতিক শিক্ষা-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2279
22781. ‘ইকামাতুস সালাত’ শব্দের অর্থ কী?
- ইমান
- ইসলাম
- তাকওয়া
- সালাত
22782. জামাআতে নামায পড়ার সুফল হলো-
- নামাযিদের মধ্যে সম্প্রীতি গড়ে ওঠে
- একতাবদ্ধ হয়ে কাজ করার শিক্ষা পায়
- অন্তরকে প্রশান্তিতে ভরিয়ে তোলে
A,B
22783. পবিত্র কুরআন নাযিলের সূচনা কোন শব্দ দ্বারা?
- আলহামদু
- কুল
- ইয়াসিন
- ইক্করা
22784. জ্ঞানের উদ্দেশ্য কী?
- উপার্জন
- বৈজ্ঞানিক আবিষ্কার
- উন্নত জীবন
- কল্যাণ
22785. * জনাব শাফায়েত হোসেন তার এলাকার গরিবদের অবস্থার পরিবর্তনের জন্য যাকাতের টাকা ঋণস্বরূপ প্রদান করেন। তিনি বলেন, আগামী বছর টাকা ফেরত দিলেে আগের টাকাসহ আরও বেশি পরিমান টাকা তাদের দেবেন। এতে সকলে আগ্রহ ও খুশি হয়ে গ্রামের লোকেরা উক্ত টাকা গ্রহণ করে।
- তিনি বিধি মোতাবেক যাকাত আদায় করবেন
- যাকাতের মাসারিফ জেনে যাকাত আদায় করবেন
- বেশি বেশি দান খয়রাত করবেন
A,B
22786. রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় করে কীভাবে কর্মসংস্থান করা যায়?
- ছোট ছোট কুটির শিল্প প্রতিষ্ঠা করে
- রাষ্ট্রীয় জরুরি কাজে ব্যয় করে
- বেকার ভাতা প্রদান করে
- বিধবা ভাতা প্রদান করে
22787. কোন ইবাদতের মধ্যে নিয়মশৃঙ্খলা মেনে চলার শিক্ষা পাওয়া যায়?
- সাওম
- হজ
- যাকাত
- সালাত
22788. চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট-
- নীতিহীন মানুষ
- অভিজ্ঞতাহীন মানুষ
- চরিত্রহীন মানুষ
A,C
22789. যাকাত গরিবের-
- অধিকার
- মালিকানা
- দায়
- কল্যাণ
22790. “সালাত আদায় কর ও যাকাত দাও।”-এ পবিত্র নির্দেশ কুরআনের কোন সূরার অন্তর্গত?
- সূরা ফাতিহা
- সূরা তাওবা
- সূরা নুর
- সূরা লাহাহ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "ইবাদত - এসএসসি-ইসলাম ও নৈতিক শিক্ষা-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2279"