ইসলাম ও নৈতিক শিক্ষা (ssc) বা মাধ্যমিকি-ইসলাম ও নৈতিক শিক্ষা-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2300
22991. আদর্শ জাতি গঠনের কারিগর হলেন-
- পিতামাতা
- শিক্ষক
- সাহিত্যিক
- বুদ্ধিজীবি
22992. কোন প্রকার উপার্জন উত্তম?
- ব্যবসার উপার্জন
- চাকুরির উপার্জন
- নিজ শ্রমের উপার্জন
- হালাল উপার্জন
22993. মানুষ কীসের তাড়নায় গুনাহের কাজে লিপ্ত হয়?
- মাদকদ্রব্যের
- নেশা জাতীয় দ্রব্যের
- কু-প্রবৃত্তির
- শয়তানের
22994. এ পৃথিবীর দায়-দায়িত্ব এবং কর্তব্য সঠিকভাবে পালন করা কী?
- সামাজিক কর্তব্য
- নৈতিক কর্তব্য
- ইবাদতের শামিল
- মানবিক ব্যাপার
22995. কাকে জিজ্ঞাসা করা হয়েছিল কোন প্রকার উপার্জন উত্তম ও পবিত্র?
- আবু বকর (রা)-কে
- উমর (রা)-কে
- ইমাম আবু হানিফা (রা)-কে
- মহানবি (স)-কে
22996. “পড়ুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন”- আয়াতটি কোন সূরার?
- সূরা আলাকের
- সূরা নাযআতের
- সূরা নিসার
- সূরা বাকারা
22997. আল্লাহর হক আদায় করতে হলে আমাদের সবাইকে করা উচিত-
- সামগ্রিক জীবনে আল্লাহর সার্বভৌমত্ব ও কর্তৃত্ব স্বীকার করা
- আল্লাহর দেওয়া হুকুম-আহকাম মেনে চলা
- নিজের সার্বিক সত্তা আল্লাহর নিকট সমর্পণ করা
A,B,C
22998. কাফিররা কোন পথে যুদ্ধ করে থাকে?
- আল্লাহর পথে
- রাসুলের পথে
- শয়তানের পথে
- ধর্ম প্রচারের পথে
22999. কে পরম শ্রদ্ধার পাত্র?
- বড় ভাই
- শ্বশুর
- শিক্ষক
- মামা
23000. প্রত্যেক ধনী মুসলমানকে জীবনে একবার হজ করতে হবে-
- শরিয়তের বিধান অনুসারণ করার জন্য
- আল্লাহর নির্দেশ পালনের জন্য
- বায়তুল্লাহ যিয়ারতের জন্য
A,B
ইসলাম ও নৈতিক শিক্ষা | আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "ইবাদত- এসএসসি-ইসলাম ও নৈতিক শিক্ষা"