ইবাদত – এসএসসি ইসলাম ও নৈতিক শিক্ষা । কুইজ মডেল টেস্ট অনুশীলন
22951. ইমান ও কুফরের মধ্যে পার্থক্যকারী ইবাদত-
- ইমান
- যাকাত
- রোযা
- সালাত
22952. জীবনের শ্রেষ্ঠ সম্পদ কোনটি?
- জমিজমা
- ঘর বাড়ি
- ব্যাংক ব্যালেন্স
- উত্তম চরিত্র
22953. হাক্কুল ইবাদ নয়-
- অভাবী লোকের হক
- যাকাত আদায়
- সাওম পালন
B,C
22954. “সুতরাং তুমি কাফিরদের আনুগত্য করো না, তবে কুরআনের সাহায্যে তাদের সাথে প্রবল জিহাদ চালিয়ে যাও।” – কোন সূরার আয়াত?
- সূরা জুমা
- সূরা ফুরকান
- সূরা হজ
- মুসনাদে আহমদ
22955. কী লাভের ক্ষেত্রে লজ্জাশীলতা পরিহার করতে হয়?
- মর্যাদা
- জ্ঞান
- পদবি
- অর্থ
22956. “তোমরা আনুগত্য কর আল্লাহ ও তার রাসুলের । আর যদি তোমরা তা হতে বিমুখ হও তাহলে জেনে রাখো আল্লাহ কাফিরদের ভালোবাসেন না।” আয়াতটি কোন সূরার অন্তর্ভুক্ত?
- আল-বারাক
- আল-ইমরান
- আল-বায়্যিনাত
- সূরা হাশর
22957. আমাদের সমাজে কাদের মর্যাদা ও সম্মান অনেক বেশি?
- হাজিদের
- মুজাহিদদের
- শহিদদের
- গাজিদের
22958. জীবনের প্রতিটি ক্ষেত্রে কোনটি মেনে চলা উচিত?
- সহপাঠীদের উপদেশ
- শিক্ষকদের উত্তম শিক্ষা
- প্রতিবেশীদের পরামর্শ
- শিক্ষকদের শাস্তি
22959. কুরআন কার বাণী?
- আল্লাহ তায়ালার
- জিব্রাঈল (আ) – এর
- মুহাম্মদ (স) – এর
- সাহাবাদের (রা) – এর
22960. কোন মাসে সাওম পালনকে ফরয করা হয়েছে?
- রমযান
- জিলহজ
- মহররম
- জিলক্বদ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "ইবাদত - এসএসসি ইসলাম ও নৈতিক শিক্ষা । কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2296"