মুলগল্প
লেখক পরিচিতি
পাঠ পরিচিতি
বহুনির্বাচনি প্রশ্ন ১। মানস সংস্কৃতির সঙ্গে কোনটি সম্র্পূকযুক্ত নয় ?
ক. সাহিত্য খ. সংগীত গ. শিল্প ঘ. আহারবিহার ২। সংস্কৃতির দেশজ উপকরণ আহরণে কোন জনগোষ্ঠীর প্রভাব অধিকতর ?
র প্রাক আর্য জনগোষ্ঠী II আৠưরǍয জনগোষ্ঠী III ইᠦѠưরưোপীয় জনগোষ্ঠী নিচের কোনটি সঠিক ?
ক. র খ. II গ. ররРঘ. র ও II
১ᠦѠư্ত৮ মাধ্যমিক বাংলা সাহিত্য
উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও : নীলগঞ্জ স্কুলের শিক্ষার্থীবৃন্দ শিক্ষা সফরে কুষ্টিয়া গেল। কুষ্টিয়া শহরের কাছেই ছেঁউড়িয়ার লালনের আখড়ায় গিয়ে তারা বাউল শিল্পীদের গান শুনলো। লোকায়ত বাউল শিল্পীর মানবতাবাদী চেতনা তাদের মুগ্ধ করলো। সেখান থেকে তারা শিলাইদহ রবীন্দ্রকুঠি বাড়িতে গেল। কুঠিবাড়ীর ইটের কারুকার্য তাদের ভাল লাগলো। কুঠিবাড়ির কাছেই শিলাইদহ ঘাট। তারা চিন্তা করলো রবীন্দ্রনাথ বজরা করে এই ঘাট থেকেই পদ্মার বুকে ভেসে ভেসে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে সৃষ্টিশীলতায় মগ্ন থেকে নিজেকে সমৃদ্ধ করেছেন। ক্ত। উদ্দীপকে ‘আমাদের সংস্কৃতি’ প্রবন্ধে বিধৃত দিকটি হলো – ক. বস্তুগত সংস্কৃতি খ. মানস সংস্কৃতি গ. নগর সংস্কৃতি ঘ. বাউল সংস্কৃতি
৪। উদ্দীপকের অনুভতির সাথে ‘আমাদের সংস্কৃতি’ প্রবন্ধের কোন এটি সামঞ্জস্যর্পূণ ?
ক. লোকসাহিত্যও শিষ্ট সাহিতে্যর ভেদ আছে। খ. বাংলার সংস্কৃতিতে অনেক সংস্কৃতি-প্রবাহের দান এসে মিশেছে গ. বাংলার প্রকৃতি ও ভৌগলিক অবস্থান আমাদের সংস্কৃতিকে স্বাতন্ত্র্য দিয়েছে। ঘ. উচ্চবর্গের সংস্কৃতির সঙ্গে নি¤œবর্গের সংস্কৃতির প্রভেদ আছে।
সৃজনশীল প্রশ্ন : বাঙালি সংকর জাতি। রাজনৈতিক, সাংস্কৃতিক ও ধর্মীয় কারণে এদেশের মানুষ একদিকে সহনশীল অন্যদিকে বিদ্রোহী। এ দেশের মানুষ নানা সঙ্কট মোকাবেলা করে ধর্ম ও সংস্কৃতিকে অভিযোজিত করেছে। এই অভিযোজন প্রক্ষিয়ায় যুক্ত থেকেছে নানা আয়োজন। শাসনশক্তির রূপান্তর, ধর্মান্তর প্রক্ষিয়া এখন ইহজাগতিক ও অসাম্পধদায়িক চেতনাকে বিলীন করে নি।
ক. মনসামঙ্গল কাবে্যর উঞগ¢ব কোথায় ? খ. উচ্চবর্গের সংস্কৃতি বলতে কী বুঝ ? গ. উদ্দীপকের ভাবটি ‘আমাদের সংস্কৃতি’ প্রবন্ধের কোন্্ দিককে প্রতিফলিত করে ? বর্ণনা কর। ঘ. ‘সাহিত্য ও সংস্কৃতির সব ক্ষেত্রেই শেষ র্পূযন্ত ধর্মীয় বস্তুর চেয়ে বড় হয়ে উঠেছে মানবিকতা’
লেখকের এই অভিমত উদ্দীপকে কতটা প্রতিফলিত হয়েছে – মল্যায়ন কর।