আগামী মে মাসে বাংলাদেশ ছাত্রলীগের সম্মেলন

আগামী মে মাসে বাংলাদেশ ছাত্রলীগের সম্মেলন
বাংলাদেশ ছাত্রলীগের সম্মেলন মে মাসে।
আগামী মে মাসে বাংলাদেশ ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। শনিবার (৩১ মার্চ) আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় দলের ভ্রাতৃপ্রতীম এ সংগঠনের সম্মেলনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত এসেছে বলে জানা গেছে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে সন্ধ্যা ৭টার দিকে এ বৈঠক শুরু হয়।
সূত্র জানায়, বৈঠকে ছাত্রলীগের সম্মেলন নিয়ে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী আগামী মে মাসে ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠানের কথা জানান। মে মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে ভালো কোনও দিন দেখে সম্মেলনের তারিখ ঠিক করার কথাও তিনি বলেন।
এর আগে গত ৩১ মার্চ ও ১ এপ্রিল ছাত্রলীগের ২৯তম সম্মেলনের সময়সীমা নির্ধারণ করা হয়ছিল। তবে পরবর্তীতে ওই সম্মেলন স্থগিত হয়।
গত ২০১৫ সালের ২৬ ও ২৭ জুলাই ছাত্রলীগের ২৮তম সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে সাইফুর রহমানকে সভাপতি ও এস এম জাকির হোসাইনকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়।

আরও পড়ুন ঃ
২০১৮ এস.এস.সি (বাংলাদেশ ও বিশ্বপরিচয়)

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline