আকাইদ-ও-নৈতিক-জীবন – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ইসলাম ও নৈতিক শিক্ষা-1 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2238
22371. নিচের কোনটি ইসলামের প্রায়োগিক দিক?
- বাস্তব আমল
- বাস্তব বিশ্বাস
- মৌখিক স্বীকৃতি
- আন্তরিক বিশ্বাস
22372. নিম্নোক্ত কোন জন নবি?
- হযরত হারুন (আ.)
- হযরত আবু বকর (আ.)
- হযরত আবু হানিফা (র.)
- মুসায়লামাতুল কায্যাব
22373. আল্লাহর সত্তা, গুণাবলি ও ক্ষমতার ধারণা প্রদান করে?
- আসমানি কিতাব
- রাজীতি বিজ্ঞান
- জীববিজ্ঞান
- সমাজবিজ্ঞান
22374. মানবজীবন গঠনের জন্য কোন বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ?
- তাওহিদ
- রিসালাত
- আখিরাত
- কিয়ামত
22375. আজমল সাহেব আল্লাহর দেওয়া বিধান ও হযরত মুহাম্মদ (স.)-এর দেখানো পথে অনুসারে জীবনযাপন করেন। সুতরাং তিনি একজন-
- মুত্তাকি
- মুহাজির
- মুসলিম
- মুমিন
22376. মুনাফিকরা-
- মারাত্মক
- অমার্জনীয়
- জঘন্যতম
A,B,C
22377. ইসলামের কয়টি দিক রয়েছে?
- তিনটি
- চারটি
- পাঁচটি
- দুটি
22378. ইসলামের মূল বিষয়গুলোর প্রতি পূর্ণ বিশ্বাসকে কী বলা হয়?
- ইমান
- ইসলাম
- ইহসান
- ইনসাফ
22379. “নিশ্চয়ই শিরক চরম জুলুম” আয়াতটি কোন সুরার অন্তর্গত?
- সূরা বাকারা
- সূরা হাশর
- সূরা লোকমান
- সূরা মূল্ক
22380. মুসলিম কে?
- যিনি আল্লাহকে অন্তরে বিশ্বাস করে জীবনযাপন করেন
- যিনি আল্লাহকে মুখে স্বীকার করে জীবনযাপন করেন
- যিনি জ্ঞানার্জন করে জীবনযাপন করেন
- যিনি ইসলামের বিধান অনুসারে জীবনযাপন করেন
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "আকাইদ-ও-নৈতিক-জীবন - এসএসসি-ইসলাম ও নৈতিক শিক্ষা-1 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2238"