“☞ হিটলার এবং
লাদেনের মৃত্যু
ঘোষণা করার দিন
একই তারিখে।তারিখটি
১ মে।
☞ আমরা সাধারণত
মেসেজ,বা
চ্যাটিং এর সময়
ইংরেজী
you কে ছোট করে U
লিখি। এটি সর্বজন
স্বীকৃতি হয়েছে যখন
প্রথম সেক্সপিয়ার তার
বইতে you এর
পরিবর্তে U ব্যাবহার
শুরু করে।
☞ ১৮৯৮ সালে,
টাইটানিক জাহাজ
ডুবে যাওয়ার ১৪ বছর
আগে মর্গান রবার্টসন
একটি বই
লিখেছিলো
টাইটানিক জাহাজ
সম্পর্কে। বইটির
নাম ছিলো টাইটান।
ওই বইতে তিনি
লিখেছিলো
টাইটানিক জাহাজ
একটি
বরফের টুকরার সাথে
ধাক্কা লেগে
ডুবে
যাবে। আর তাই তো হলো।
☞ভালোবাসা আসলে
মানুষের হৃদয়
থেকে অনূভুত
হয় না।হয় মানুষের
ব্রেইন থেকে।
☞ ডায়েট কোকাকোলা
পানির
ভিতরে ঢাললে পানির
উপরে ভেসে থাকবে।
কিন্ত সাধারণ
যে
কোকাকোলা আছে তা
পানিতে
ঢাললে পানির সাথে
মিশে যাবে।
☞ মধু ই একমাত্র খাদ্য
যা কখনোই পচে
যায় না।
☞ ফেইসবুকে এখন কিন্তু
facebook .comএর
পরিবর্তে fb.
comলিখলেই হয়ে যায়।
এই fb .com
বানানোর জন্য
মার্ক জুকারবার্গের খরচ
হয়েছে ৮.৭
মিলিয়ন ডলার।
☞ পৃথিবী জুড়ে প্রতি
বছর ৫০০০০ বারের ও
বেশী ভূমিকম্প হয়ে
থাকে।
☞ পৃথিবীতে ফুটবল
খেলাকে ১৮৮ টি
দেশ ফুটবল (football) বলে
থাকে। আর বাকি
দেশগুলো
ফুটবল খেলাকে সকার
(soccer) নামেই
জানে।
☞ সনি কোম্পানি এক
ধরনের ফ্রিজ
তৈরী করেছে যার সামনে
গিয়ে মানুষ
হাসি দিলে ফ্রিজটি
খুলবে। তাছাড়া খুলবে
না।
☞ ২৩ বছর বয়সের আগে
আমেরিকার ৩০
থেকে ৪০% মানুষ
পুলিশের হাতে
গ্রেফতার হয়।
☞ 80 কে letter marks
বলা হ্য়
কারণL=12,
E=5,T=20,T=20, E=5,R=
18(অক্ষরের
অবস্হানগত সংখ্যা)
সুতরাং 12 5 20 20 5
18=80
☞ ইংরেজী madam ও
reviver শব্দকে
উল্টো
করে পড়লে একই হবে।
☞ “a quick brown fox
jumps over the lazy
dog”
বাক্যটিতে ইংরেজী
২৬টি অক্ষর আছে।
☞ “ i am” সবচেয়ে ছোট
ইংরেজী বাক্য।
☞ “Education” ও
“Favourite”শব্দসবগুলো
vowel আছে।
☞ “Abstemious ও
Facetious”শব্দেসবগুলো
vowel আছে।মজার
ব্যাপার হল শব্দের
vowel
গুলো ক্রমানুসারে ( a-e-
i-o-u) আছে।
☞ ইংরেজী Q দিয়ে
গঠিত সকল শব্দে
Qএ পরে u আছে।
☞ Rhythm সবচেয়ে
দীর্ঘ ইংরেজী শব্দ
যার মধ্যে vowel নই।
বিসিএস এর উপর হাজার হাজার মডেল টেস্ট দিয়ে এবং বার বার প্রাকটিজ করে আপনার প্রস্তুতি সম্পন্ন করতে এখানে যান:“
0 responses on "আকর্ষণীয় কিছু তথ্য"