ইশিখন.কম ব্লগ

ছন্দ, গান, ছড়ায় … বাংলা সাহিত্যের কিছুটা জয় করায় !

:: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসমূহ (বিগত লিখিত প্রশ্ন)
(সহজে মনে রাখতে ‘কৃষ্ণ আইলো রাধার কুন্ডে’ গানটির মত করে গাইতে হবে) 🙂
‘Rajmohon’s wife দুর্গেশনন্দিনী আনন্দে বলে,
কৃষ্ণ আইল দেবীর কুন্ডে, মৃণা রাজা ইন্দিরা
সীতার বিষেতে, রাধা চন্দ্রশেখর রজনীকা।’
.
এবার গানের সাথে মিলিয়ে নেন :
Rajmohon’s wife (১ম উপন্যাস)
দুর্গেশনন্দিনী (বাংলায় রচিত ১ম উপন্যাস)
আনন্দে = আনন্দমঠ
কৃষ্ণ = কৃষ্ণকান্তের উইল (সর্বশেষ্ঠ উপন্যাস)
দেবীর = দেবী চৌধুরাণী
কুন্ডে = কপালকুন্ডলা (বাংলা সাহিত্যের ১ম রোমান্টিক উপন্যাস)
মৃণা = মৃণালিনী
রাজা = রাজসিংহ
ইন্দিরা = ইন্দিরা
সীতার = সীতারাম
বিষ = বিষবৃক্ষ
রাধা = রাধারানী
চন্দ্রশেখর = চন্দ্রশেখর
রজনীকা = রজনী
NB : গানের সাথে মিলিয়ে নেন।
.

———
:: বঙ্কিম এর ত্রয়ী উপন্যাসমূহের নাম : (৩৪ বিসিএস লিখিত প্রশ্ন)

———
মনে রাখার ছন্দ :
“”আনন্দে আছে সীতা দেবী””
আনন্দে = আনন্দমঠ
সীতা = সীতারাম
দেবী = দেবী চৌধুরাণী
.

———
:: বৈষ্ণব পদাবলির ৫ জন কবির নাম : (বিগত লিখিত প্রশ্ন )

———
মনে রাখার ছন্দ:
“”বলে বিদ্যা চন্ডী, জ্ঞান গোবিন্দ রবি””
বলে = বলরাম,
বিদ্যা = বিদ্যাপতি,
চন্ডী = চন্ডীদাস,
জ্ঞান = জ্ঞানদাস,
গোবিন্দ = গোবিন্দদাস,
রবি =রবীন্দ্রনাথ।
.

===
সাহিত্য মনে রাখার পরবর্তী ছড়াগুলো বইয়ের সাথে মিলিয়ে নিবেন …..

===
.

———
:: জসিম উদদীন (১৯০৩-১৯৭৬)

———
নাটক :
পদ্মাপারের বেদের মেয়ে ও পল্লীবধূ মধুমালা গ্রামের মায়া ছেড়ে আসমান সিংহ নাটক দেখে।
.
কাব্য :
রূপবতী সখিনা বালুচর মাঠের রাখালী হাসুর এক পয়সা বাঁশি শুনতে না পারায় ধানক্ষেতে মাটির কান্না কেঁদে সোজন বাদিয়ার ঘাটে গেল।
.

———
:: কাজী নজরুল ইসলাম : (১৮৯৯-১৯৭৬)

———
উপন্যাস :
বাধনহারা কুহেলিকা মৃত্যুক্ষুধায় অস্থির। (৩৬ প্রিলি = প্রিলির পূর্বেই এটি পোস্ট করেছিলাম)
.
গল্প :
শিউলিমালা কে পদ্মগোখরা ব্যথা দিলে রিক্তের বেদনায় জিনের বাদশায় পরিণত হয়।
.
নাটক :
আলেয়া ও মধুমালা ঝিলিমিলি নাটক থেকে দেখে পুতুলের বিয়েতে গেল।
.

———
:: রবীন্দ্রনাথ ঠাকুর :

———
রবী ঠাকুরের ৫ টি উপন্যাসের নাম লিখুন (বিগত লিখিত প্রশ্ন )
.
মনে রাখার সহজ উপায় (রবীন্দ্রনাথের ১২ টি উপন্যাস)
“”চার অধ্যায় মুখস্থ করা গোরা,
দুইবোন রাজর্ষি ও মালঞ্চের সাথে শেষ বারের মত যোগাযোগ করতে গেলে,
চতুর করুণা ঘরের বাহিরে বউ হাটে নৌকা ডুবিয়ে দেয়।””
.

———
:: মানিক বন্দোপাধ্যায় :

———
উপন্যাস :
মাঝি জননী পুতল নাচে।
.
NB : বইগুলো মাঝে মাঝে সহজে মনে রাখার জন্য ছন্দ/ছড়া বানাতে গিয়ে বড় ও কঠিন করে ফেলেছে। বাড়তি শব্দ না থাকলে, সংক্ষিপ্ত হলে সহজে মনে থাকে।
.
.
Just for Fun …….. 🙂 🙂
.
:: গিন্নির চেয়ে শালী ভালো ! =D
– কাজী নজরুল ইসলাম
:: ভদ্র ছেলেদের জন্য মেয়েদের মনে কখনও প্রেম জাগে না। যেটি জাগে সেটা হল সহানুভূতি! 😉
– হুমায়ূন আহমেদ
:: দরিদ্র পুরুষদের প্রতি মেয়েদের একপ্রকার মায়া জন্মে যায়, আর এই মায়া থেকে জন্মায় ভালোবাসা! 🙂
– হুমায়ূন আহমেদ
:: একজন মেয়ে একজন পুরুষকে বিয়ে করে পুরুষটির চরিত্রের জন্য, তারপর সারা জীবন চেষ্টা করে সেই চরিত্রটি বদলাবার! :v
– প্রবাদ
:: যখন রাত আসে তখন ঘুম আসে যখন ঘুম আসে তখন স্বপ্ন আসে যখন স্বপ্ন আসে তখন তুমি আসো – যখন তুমি আসো তখন ঘুমও আসে না, স্বপ্নও আসে না! 😛
– নিমাই ভট্টাচার্য

আরো পড়ুন:

বাংলা ভাষা ও সাহিত্য শব্দের উৎপত্তি

বাংলা ভাষা ও সাহিত্য মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য

ব্যাংক জব নিয়োগ পরীক্ষা বাংলা মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline