স্থিরতড়িৎ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পদার্থ বিজ্ঞান-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2388
23871. সিল্ক ও কাচদণ্ড ঘর্ষণ করলে কোনটির স্থানান্তর ঘটবে?
- ইলেকট্রন
- প্রোটন
- নিউট্রন
- নিউক্লিয়াস
23872. কোন পরিবাহকের মধ্য দিয়ে 5A প্রবাহ 1 s ধরে চললে প্রবাহিত আধানের পরিমাণ কী হবে?
- 1C
- 5C
- 10C
- 20C
23873. স্থির তড়িতের ব্যবহার রয়েছে-
- ইঙ্ক জেট প্রিন্টার-এ
- জেনারেটর-এ
- ফটোকপিয়ার-এ
A,C
23874. কোন পরিবাহকের মধ্য দিয়ে 1 অ্যামপিয়ার প্রবাহ 1s ধরে চললে এর যে কোন প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে পরিমান আধান প্রাবাহিত হয় তাকে কী বলে?
- 1 কুলম্ব
- 1 জুল
- 1 নিউটন
- 1 ফ্যারাড
23875. ঋণাত্মক আধান কোন দিকে চলে?
- উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে
- উচ্চ বিভব থেকে উচ্চ বিভবের দিকে
- নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে
- নিম্ন বিভব থেকে নিম্ন বিভবের দিকে
23876. সিল্ক ও কাচদণ্ড ঘর্ষণের ফলে কাচ দণ্ড কোন আধানে আহিত হবে?
- ধনাত্মক
- ঋনাত্মক
- নিরপেক্ষ
- নিউট্রাল
23877. চার্জদ্বয়ের মধ্যকার আকর্ষণ বলের মান কত?
- 7.2×1012N
- 3.8×1012N
- 4.3×1010N
- 4×1013N
23878. কোনটি আহিত পরিবাহকের তড়িৎ অবস্থা?
- আধান
- ওজন
- বিভব
- তীব্রতা
23879. 5 কুলম্বের আধান থেকে 0.5m দূরবর্তী কোন বিন্দুতে তড়িৎক্ষেত্রের তীব্রতা কত?
- 1.8×10-11NC-1
- 1.8×1011NC-1
- 1.8×10-11NC
- 1.8×10-11C
23880. পরিবাহকের দুই প্রান্তে বিভব অন্তর বজায় রাখতে হলে কিসের যোগান দিতে হবে?
- শক্তির
- বিদ্যুতের
- ইলেকট্রনের
- পেট্রোলের
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "স্থিরতড়িৎ - এসএসসি-পদার্থ বিজ্ঞান-10 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2388"