স্থিরতড়িৎ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পদার্থ বিজ্ঞান-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2385
23841. বিভব পার্থক্য VA-VB হলে আধান কোন দিকে যাবে?
- A থেকে B এর দিকে
- B থেকে A এর দিকে
- নিরপেক্ষ
- কোনোদিকে যাবে না
23842. তড়িৎক্ষেত্রের কোন কিছুর বিভবকে কি ধরা হয়?
- ধনাত্মক
- ঋণাত্মক
- নিরপেক্ষ
- সমানুপাতিক
23843. তড়িৎক্ষেত্রের যেসব এলাকায় বলরেখাগুলো কাছাকাছি বা ঘন সন্নিবিষ্ট সেসব এলাকায় তড়িৎ তড়িৎ তীব্রতার মান-
- বেশি
- কম
- অপরিবর্তনশীল
23844. নিচের কোনটির সাহায্যে কুলম্বের সংজ্ঞা দেওয়া যায়?
- ভোল্ট
- ইলেকট্রন
- অ্যাম্পিয়ার
- রোধ
23845. পৃথিবীর বিভব শূন্য কারণ-
- পৃথিবী আধানের বিশাল ভান্ডার
- পৃথিবীতে সমপরিমান ধনাত্মক ও ঋণাত্মক
- পৃথিবীর আধানের পরিবর্তন পরিলক্ষিত হয় না
B,C
23846. এক ভোল্টের সমান মান কোনটি?
- 1JC-1
- 1JC
- 1JC-2
- 1JC2
23847. অসীম হতে প্রতি একক ধনাত্মক আধানকে পরিবাহকের খুব নিকটে আনতে তড়িৎ বল দ্বারা বা তড়িৎ বলের বিরুদ্ধে যে কাজ করতে হয় তাকে কী বলে?
- তড়িৎ ক্ষেত্র
- তড়িৎ তীব্রতা
- তড়িৎ বিভব
- তড়িৎ ধনাত্মকতা
23848. শূন্যস্থানে 1/4pÎ0 বা C এর মান কত?
- 9´109Nm2c-2
- 9´109Nmc-2
- 9´109N2mc-2
- 9´1011Nm2c-2
23849. সরল ধারকে কয়টি ধাতব পাত বিদ্যমান?
- ১টি
- ২টি
- ৩টি
- ৪টি
23850. ধারক শক্তি সঞ্চয় করে রাখে-
- তড়িৎ আধানরূপে
- তড়িৎ ক্ষেত্ররূপে
- তড়িৎ বলরেখারূপে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "স্থিরতড়িৎ - এসএসসি-পদার্থ বিজ্ঞান-10 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2385"