- প্রশ্ন: জুলিয়ান অ্যাসাঞ্জ রাজনৈতিক আশ্রয়ে কোন দেশে অবস্থান করছেন?
উত্তর: যুক্তরাজ্যনিদের্শনা: গ্রেপ্তার এড়াতে জুলিয়ান অ্যাসাঞ্জ রাজনৈতিক আশ্রয়ে দুই বছর ধরে লন্ডনে ইকুয়েডর দূতাবাসে অবস্থান করছেন।
- প্রশ্ন: আল শাবাব কোন দেশের জঙ্গিগোষ্ঠী?
উত্তর: সোমালিয়ানিদের্শনা: আল-শাবাব নেতৃত্বাধীন ইসলামপন্থিরা সোমালিয়ায় ইসলামি শাসন প্রতিষ্ঠা করার লক্ষে জাতিসংঘ সমর্থিত সরকার ও পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে লড়াই করছে। দস্যুবৃত্তির মাধ্যমে আল-শাবাব তহবিল সংগ্রহ ও সম্পদ আহরণ করে। অনেক সময় জলদস্যু দলের সদস্য সংগ্রহ হয় শাবাব থেকে। ২০ শতাংশের ওপরে জলদস্যু এই জঙ্গি গোষ্ঠীর।
তথ্যসূত্র : উইকিপেডিয়া
- প্রশ্ন: লা লিগায় সর্বোচ্চ গোলের রেকর্ডটি কার?
উত্তর: মেসিনিদের্শনা: লা লিগায় সর্বোচ্চ গোলের রেকর্ডটি মেসির
- প্রশ্ন: আল-কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেনকে হত্যা করেছেন?
উত্তর: রবার্ট ও’নিলনিদের্শনা: যুক্তরাষ্ট্রের অভিজাত নেভি সিল বাহিনীর সাবেক সদস্য রবার্ট ও’নিল আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আল-কায়েদার প্রধান বিন লাদেনকে পাকিস্তানের অ্যাবোটাবাদ শহরে ২০১১ সালে বিন লাদেনের আস্তানায় গুলি করে হত্যা করেন।
- প্রশ্ন: সরকারী ভাবে কত সাল থেকে বেগম রোকেয়া পদক দেওয়া শুরু হয়?
উত্তর: 1996নিদের্শনা: সরকারী ভাবে ১৯৯৬ সাল থেকে বেগম রোকেয়া পদক দেওয়া শুরু হয়
- প্রশ্ন: Playing It My Way বইটি কে লিখেছেন?
উত্তর: Sachin Tendulkarনিদের্শনা: Playing It My Way is the autobiography of former Indian cricketer Sachin Tendulkar. It was launched on 5 November 2014 in Mumbai.
- প্রশ্ন: বাংলাদেশে সুপ্রিম কোর্ট জাদুঘর উদ্বোধন করা হয় কবে?
উত্তর: ২৭ অক্টোবর,২০১৪নিদের্শনা: বাংলাদেশে সুপ্রিম কোর্ট জাদুঘর উদ্বোধন করা হয় ২৭ অক্টোবর,২০১৪ সালে
- প্রশ্ন: ২০১৫ সালে নোবেল পুরস্কার লাভ করেন কতজন?
উত্তর: ১০নিদের্শনা: মোট ১০ জন ব্যক্তি ও ৪টি প্রতিষ্ঠান ২০১৫ সালে নোবেল পুস্কারে ভূষিত হয়েছেন; যাদের মধ্য রয়েছে জাপানী (২ জন), কানাডীয় (১ জন), সুইড (১ জন), মার্কিন (১ জন), তুর্কি (১ জন), চৈনিক (১ জন), আইরিশ (১ জন), বেলারুশীয় (১ জন), তিউনিশিয়ান (৪টি সংগঠন) এবং ব্রিটিশ-মার্কিন (১ জন)।
- প্রশ্ন: কোন উপন্যাসের জন্য রিচার্ড ফ্লেনাগান ম্যান বুকার পুরস্কার লাভ করেন?
উত্তর: The Narrow Road to the Deep Northনিদের্শনা: রিচার্ড ফ্লেনাগান ম্যান বুকার পুরস্কার লাভ করেন The Narrow Road to the Deep North উপন্যাসের জন্য
- প্রশ্ন: দক্ষিণ কোরিয়ার হান কাঙ কোন উপন্যাসের জন্য ২০১৬ সালে ম্যান বুকার পুরস্কার লাভ করেন কে?
উত্তর: দ্য ভেজেটেরিয়াননিদের্শনা: ২০১৬ সালের ম্যানবুকার পুরস্কার পেলেন হান দক্ষিণ কোরিয়ার হান কাঙ। ‘দ্য ভেজেটেরিয়ান’ উপন্যাসের জন্য তিনি এ পুরস্কার পেয়েছেন। মানুষের নির্মমতা প্রত্যাখ্যান করতে চাওয়া এক নারী যিনি মাংস খাওয়া ছেড়ে দিয়ে নিরামিষাশী হয়ে ওঠেন তাকে কেন্দ্র করে উপন্যাসটি লেখা হয়েছে। এটি ইংরেজী ভাষায় অনুবাদ করেছেন ডেবোরাহ স্মিথ। পুরস্কারের ৫০ হাজার পাউন্ড অর্থ হান কাঙ এবং ব্রিটিশ অনুবাদক ডেবোরাহ স্মিথ উভয়ের মাঝে ভাগ করে দেওয়া হবে। হান কাঙ ক্রিয়েটিভ রাইটিং-এর প্রভাষক। ২০১৫ সালে ম্যান বুকার পুরস্কার পেয়েছিলেন হাঙ্গেরির লেখক ল্যাসলু ক্রাসনাহোরকাই।
0 responses on "সাধারণ জ্ঞান - চলামন ঘটনা (কারেন্ট আফেয়ার্স) - ১৭"