শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

উৎসবমুখর পরিবেশে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা শুরু হয়।

এবারের ভর্তি পরীক্ষায় ১৬৮৯টি (কোটাসহ) আসনের বিপরীতে ৫২২৭৯টি আবেদন জমা পড়েছে। প্রতি আসনের বিপরীতে ৩১ জন শিক্ষার্থী লড়ছে। পৃথকভাবে ‘এ’ ইউনিটে আবেদন করেছেন ১৯৪৬৯ জন।

এছাড়া ‘বি’ ইউনিটের সাব ইউনিট ‘বি১’ এ ৩০৯১৫ জন এবং ‘বি২’ এ আবেদন করেছেন ১৮৯৫ জন শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর জাহিদ হাসান জানান, পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ হয়েছে। কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় জালিয়াতি চক্রের বিষয়ে তিনি বলেন, জালিয়াতি ঠেকাতে প্রশাসন তৎপর রয়েছে। গোয়েন্দা সংস্থাগুলোও কাজ করছে। অ্যাডমিট কার্ড, ছবি ইত্যাদি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।

এছাড়া দুপুর আড়াইটায় বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি কমিটির সদস্য সচিব মহিবুল আলম জানান, শান্তিপূর্ণভাবে ‘এ’ ইউনিটের পরীক্ষা শেষ হয়েছে। তবে তিনি তাৎক্ষণিক পরীক্ষায় উপস্থিতির হার জানাতে পারেননি।

এদিকে ভর্তি পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাসে সব ধরনের মিছিল-সমাবেশ নিষিদ্ধ করেছে প্রক্টরিয়াল বডি। পরীক্ষায় যেকোনো জালিয়াতি ও বিশৃঙ্খলা ঠেকাতে সহকারী কমিশনার ইশকিয়াক ইমন ও শেখ জাহিদ হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মাঠে রয়েছে।

আরো পড়ুন:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনলাইনের মাধ্যমে ট্রান্সক্রিপ্ট আবেদনের প্রক্রিয়া শুরু

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় সূচি প্রকাশ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাস্ট জার্নালের অনলাইন কার্যক্রম শুরু হয়েছে

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ও তারিখ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খ/বি/B Group-2 ইউনিট ভর্তি পরীক্ষায় কোন বিষয়ে কতটি সিট/আসন সংখ্যা, সময় সুচি ও মানবন্টন দেখে নিন এখান থেকে

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline