রাষ্ট্র-ও-সরকারব্যবস্থা – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পৌরনীতি-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1602
16011. কোনটি স্বেচ্ছাচারী শাসনব্যবস্থা?
- গণতন্ত্র
- সমাজতন্ত্র
- কল্যাণমূলক ব্যবস্থা
- একনায়কতান্ত্রিকতা
16012. সংসদীয় সরকারব্যবস্থায় কোনটির হাতে দেশের শাসনক্ষমতা থাক?
- মন্ত্রিসভার
- প্রধানমন্ত্রীর
- রাষ্ট্রপতির
- বিচারকগণের
16013. এককেন্দ্রিক সরকারের ত্রুটি হলো-
- ছোট রাষ্ট্রের উপযোগী
- কাজের চাপ বেশি
- কেন্দ্রের স্বেচ্ছাচারিতা
B,C
16014. কল্যাণমূলক রাষ্ট্রের বৈশিষ্ট্য কয়টি?
- তিনটি
- পাঁচটি
- চারটি
- ছয়টি
16015. এককেন্দ্রিক সরকারের সংগঠন কেমন?
- সরল প্রকৃতির
- জটিল প্রকৃতির
- মিশ্র প্রকৃতির
- দুর্বোধ্য প্রকৃতির
16016. গণতান্ত্রিক রাষ্ট্রের ঘন ঘন নীতির পরিবর্তন ঘটে কেন?
- ঘন ঘন সরকার পরিবর্তনে
- মন্ত্রিসভার পতনের ফলে
- জনগণ ক্ষমতার উৎস বলে
- নৈতিকতার অভাবে
16017. নিচের কোনটি সমাজতান্ত্রিক দেশ?
- বাংলাদেশ
- ভারত
- পাকিস্তান
- কিউবা
16018. একনায়কতান্ত্রিক ব্যবস্থার আদর্শ হলো-
- এক জাতি
- এক দেশ
- এক নেতা
A,B,C
16019. ভারত কোন ধরনের রাষ্ট্র?
- সমাজতান্ত্রিক
- রাজতান্ত্রিক
- রাষ্ট্রপতিশাসিত
- যুক্তরাষ্ট্র
16020. রাষ্ট্রপতিশাসিত শাসনব্যবস্থায় সরকারের কয়টি বিভাগ পৃথকভাবে কাজ করে?
- ২টি
- ৩টি
- ৪টি
- ৫টি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "রাষ্ট্র-ও-সরকারব্যবস্থা - এসএসসি-পৌরনীতি-4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1602"