মালিকানার-ভিত্তিতে-ব্যবসায় – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ব্যবসায় উদ্যোগ-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1331
13301. চুক্তিতে কিছু উল্লেখ না থাকলে অংশীদারি ব্যবসায়ের লাভ-লোকসান কীভাবে বন্টিত হবে?
- অসমহারে
- সমহারে
- মূলধন অনুপাতে
- অবন্টিত থাকবে
13302. ‘বাংলাদেশ টেলিভিশন’ ব্যবসায়ের ধরন বিচারে কোন ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান?
- শিল্প
- তথ্য
- সেবা
- পরিবহন
13303. সমবায়ের উৎপত্তি ঘটে কোন ধরনের অনুপ্রেরণা থেকে?
- একক প্রচেষ্টা
- সম্মিলিত প্রচেষ্টা
- রাজনৈতিক প্রচেষ্টা
- জবরদখল
13304. বাংলাদেশের রেলওয়ে কোন ধরনের সংগঠনের অন্তর্গত?
- একমালিকানা সংগঠন
- অংশীদারি সংগঠন
- সমবায় সংগঠন
- রাষ্ট্রীয় সংগঠন
13305. নিবন্ধনপত্র কী?
- কোম্পানির শেয়ার মালিকদের মধ্যে সম্পাদিত চুক্তি
- শেয়ার মালিক ও নিবন্ধকের মধ্যে সম্পাদিত চুক্তি
- শেয়ার মালিকানার প্রমাণপত্র
- কোম্পানি গঠনের অনুমতিপত্র
13306. প্রস্তাবিত সমবায় সমিতিকে পালন করতে হয়-
- সমিতিতে প্রাপ্ত বয়স্ক ও সুস্থ মস্তিষ্কের কম পক্ষের ১০ জন সদস্য থাকতে হবে
- সমিতির স্বতন্ত্র নাম এবং সীমিত দায় সমিতির ক্ষেত্রে লিমিটেড শব্দটি থাকতে হবে
- উপবিধিতে সমিতির উদ্দেশ্যাবলি সুস্পষ্টভাবে বর্ণনা থাকতে হবে
A,B,C
13307. – কোম্পানির বিবরণপত্র প্রচারের মাধ্যমে জনসাধারণকে শেয়ার ক্রয়ের জন্য আহ্বান জানাতে পারে।
- অংশীদারি ব্যবসায়
- পাবলিক লি.
- প্রাইভেট লি.
- খ+গ
13308. একমালিকানা ব্যবসায় গঠন করা যায়-
- গ্রামে-গঞ্জে
- হাটে-বাজারে
- রাস্তার পাশে কিংবা নিজ বাড়িতে
A,B,C
13309. ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কী?
- সামাজিক কল্যাণ সাধন
- অর্থনৈতিক উন্নয়ন
- মুনাফা অর্জন
- কর্মসংস্থান তৈরি
13310. ‘বিশেষ ঘটনাসাপেক্ষে বিলোপসাধন’ সম্পর্কে অংশীদারি আইনের কত ধারায় বলা হয়েছে?
- ৩৯ ধারায়
- ৪০ ধারায়
- ৪১ ধারায়
- ৪২ ধারায়
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "মালিকানার-ভিত্তিতে-ব্যবসায় - এসএসসি-ব্যবসায় উদ্যোগ-4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1331"