মালিকানার-ভিত্তিতে-ব্যবসায় – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ব্যবসায় উদ্যোগ-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1326
13251. নিচের কোনটি একমালিকানা ব্যবসায়ের জন্য উপযোগী?
- ছোট হোটেল
- লন্ড্রি
- সেলুন
- সবগুলো
13252. রাষ্ট্রীয় ব্যবসায়ের মূলধন সরবরাহ করবে কে?
- সরকার
- আমলা
- রাজনীতিবিদ
- রাষ্ট্রদূত
13253. ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ে সর্বনিম্ন কত জন সদস্য সংখ্যা প্রয়োজন?
- ২ জন
- ৫ জন
- ১০ জন
- ২০ জন
13254. একমালিকানা ব্যবসায়ের সবচেয়ে উপযুক্ত ক্ষেত্রগুলো হলো-
- স্থানীয় চাহিদার পণ্য
- দ্রুত পরিবর্তনশীল চাহিদার পণ্য
- পচনশীল পণ্যের ব্যবসায়
A,B,C
13255. কোনটি অংশীদারি ব্যবসায় নিবন্ধনের আবেদনপত্রে উল্লেখ করতে হয়?
- মূলধনের পরিমাণ
- নতুন অংশীদার গ্রহণ
- ব্যবসায়ের উদ্দেশ্য
- বিলোপসাধন পদ্ধতি
13256. অংশীদারি চুক্তি হতে পারে কয় ধরনের?
- 5
- 4
- 3
- 2
13257. অংশীদারিত্বের বাধ্যতামূলক সমাপ্তি ঘটার কারণ-
- একজন ব্যতীত সকল অংশীদারের দেউলিয়া হওয়া
- এমন কিছু ঘটে যার ফলে ব্যবসায় বেআইনী হয়ে যায়
- ব্যবসায়ের পর পর কয়েক বছর ক্ষতি হওয়ার ফলে
A,B
13258. কোম্পানির জন্ম পত্রিকা বলা হয়-
- স্মারকলিপিকে
- নিবন্ধনপত্রকে
- পরিমেল নিয়মাবলিকে
- সংঘস্মারককে
13259. অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্রে উল্লেখ থাকে-
- ব্যবসায়ের ঠিকানা
- ব্যবসায়ের স্থায়িত্ব
- ব্যবসায়ের আয়
A,B
13260. সাধারণত কোনটি অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্রে উল্লেখ থাকে?
- ব্যবসায় পরিচালনার নিয়মাবলি
- ব্যবসায়ে লাভ-লোকসান বন্টন পদ্ধতি
- বিলোপ সাধনের পদ্ধতি
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "মালিকানার-ভিত্তিতে-ব্যবসায় - এসএসসি-ব্যবসায় উদ্যোগ-4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1326"