মানব দেহ সম্পর্কিত কয়েকটি তথ্যঃ সাধারণ জ্ঞান

মানব দেহ সম্পর্কিত কয়েকটি তথ্যঃ সাধারণ জ্ঞান

আমাদের মানব দেহ সত্যিই অসাধারণ। বলতে গেলে ছোট খাট একটি বিজ্ঞানাগার। আমরা হয়তো জানিনা এমন অনেক অজানা রহস্য আমাদের মানবদেহে লুকিয়ে আছে। তার মধ্য থেকে কিছু তুলে ধরছিঃ

মানব দেহ সম্পর্কিত কয়েকটি মজার তথ্য
মানব দেহ সম্পর্কিত কয়েকটি মজার তথ্য

তথ্যসমূহঃ

  • একজন মানুষের রক্তের পরিমাণ তার মোট ওজনের ১৩ ভাগের এক ভাগ। অর্থাৎ ৬৫ কেজি ওজন মানুষের রক্তের পরিমাণ হল ৫ কেজি।
  • দেহে অক্সিজেন সরবরাহকারী লোহিত রক্ত কণিকার পরিমাণ ২৫০০ কোটি এবং এরা ৪ মাস বাঁচে।
  • রোগ প্রতিরোধকারী শ্বেত রক্ত কণিকার সংখ্যা ২৫০ কোটি এবং এরা মাত্র ১২ ঘন্টা বাঁচে।
  • দেহের সব শিরাকে পাশাপাশি সাজালে দেড় একর জমির প্রয়োজন হবে।
  • একজন মানুষের স্নায়ুতন্ত্র এত লম্বা যে তা দিয়ে পৃথিবীকে ৭ বার পেঁচানো যাবে।
  • কোন অনুভূতি স্নায়ুতন্ত্রের মধ্য দিয়ে ঘন্টায় ২০০ মাইল বেগে প্রবাহিত হয়।
  • দেহে ও মনে অনুভূতি আসলে তা মস্তিষ্কে পৌঁছতে ০.১ সেকেন্ড সময় লাগে।
  • একজন শিশুর জন্মের সময় হাড় থাকে ৩৫০ টি।
  • একজন মানুষ সারা জীবনে ৪০ হাজার লিটার মূত্র ত্যাগ করে।
  • একজন মানুষের শরীরে চামড়ার পরিমাণ হচ্ছে ২০ বর্গফুট।
  • একজন মানুষের চামড়ার ওপর রয়েছে ১ কোটি লোমকূপ।
  • মানুষের শরীরে যে পরিমাণ চর্বি আছে তা দিয়ে ৭ টি বড় জাতের কেক তৈরি সম্ভব।
  • মানুষের শরীরে ৬৫০ টি পেশী আছে। কোন কোন কাজে ২০০ টি পেশী সক্রিয় হয়। মুখমন্ডলে ৩০ টির বেশী পেশী আছে। হাসতে গেলে ১৫ টির বেশী পেশী সক্রিয় হয়।
  • একস্থান থেকে শুরু করে সমগ্র শরীর ঘুরে ঐ স্থানে ফিরে আসতে একটি রক্ত কণিকা ১,০০,০০০ কিমি পথ অতিক্রম করে অর্থাৎ ২.৫ বার পৃথিবী অতিক্রম করতে পারে।
  • আমাদের মস্তিষ্ক প্রায় ১০,০০০ টি বিভিন্ন গন্ধ চিনতে ও মনে রাখতে পারে।

 

সাধারণ জ্ঞান সম্পর্কে আরো চোখ রাখতে পারেন এখানেঃ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের ২০১৬ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফরম পূরণ ও ইনকোর্স নম্বর প্রদান

বিভিন্ন বিষয়ের জনক সম্পর্কিত পশ্ন উত্তরসহ: সাধারণজ্ঞান

মুক্তিযুদ্ধের ভাস্কর্যসমুহ

সামরিক অপারেশন

বিভিন্ন দেশের মুদ্রার নাম

আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আরো এরকম আপডেট পেতে ইশিখনের সাথেই থাকুন।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline