মহাবিশ্ব-ও-আমাদের-পরিবেশ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ভুগোল ও পরিবেশ-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2063
20621. নক্ষত্রগুলোর মধ্যে ভিন্নতা দেখা দেয়-
- আকারে 2. আকৃতিতে 3. মহাকর্ষ বলে
A,B,C
20622. কোন নক্ষত্রমন্ডলী দেখতে ভাল্লুকের মতো?
- সপ্তর্ষিমন্ডল
- কালপুরুষ
- ক্যাসিওপিয়া
- কুকুরমন্ডল
20623. পৃথিবীর ব্যাস কত কিলোমিটার?
- ১১৬৬৭ কিলোমিটার (প্রায়)
- ১২৬৬৭ কিলোমিটার (প্রায়)
- ১২৫৬৭ কিলোমিটার (প্রায়)
- ১৩৬৬৭ কিলোমিটার (প্রায়)
20624. আলো প্রতি সেকেন্ডে কত কি.মি. পথ অতিক্রম করে?
- এক
- দুই
- তিন
- চার
20625. সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত কিলোমিটার?
- ১৩ কোটি কি.মি.
- ১৪ কোটি কি.মি.
- ১৫ কোটি কি.মি.
- ১৬ কোটি কি.মি.
20626. আহ্নিক গতির ফলে-
- পৃথিবীতে দিবারাত্রি সংঘটিত হয়
- ঋতু পরিবর্তন হয়
- তাপমাত্রার তারতম্য সৃষ্টি হয়
A,C
20627. সূর্যের ব্যাস কত?
- প্রায় ১৩ লক্ষ ৬৪ হাজার কিলোমিটার
- প্রায় ১৩ লক্ষ ৮৪ হাজার কিলোমিটার
- প্রায় ১৫ লক্ষ ৬৪ হাজার কিলোমিটার
- প্রায় ১৫ লক্ষ ৮৪ হাজার কিলোমিটার
20628. উপগ্রহ নেই-
- পৃথিবীর 2. বুধের 3. শুক্রের
A,C
20629. নিচের উদ্দীপকটি পড়ো এবং দুইটি প্রশ্নের উত্তর দাও:
- রিন্তু রাতে ছাদে গিয়ে দেখল আকাশে ছোট বড় অনেক আলোক বিন্দু মিটমিট করে জ্বলছে। খালি চোখে অনেক দূরের বিন্দুগুলো রিন্তু দেখতে পাচ্ছে না।দূরের নক্ষত্রগুলো রিন্তু কিসের সাহায্যে দেখতে পাবে?
20630. রিন্তুর দেখা আলোক বিন্দুগুলোর বৈশিষ্ট্য-
- নিজস্ব আলো আছে
- এগুলো সূর্যকে কেন্দ্র করে
- এগুলো জ্বলন্ত বাষ্পপিন্ড
A,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "মহাবিশ্ব-ও-আমাদের-পরিবেশ - এসএসসি-ভুগোল ও পরিবেশ-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2063"