মহাবিশ্ব-ও-আমাদের-পরিবেশ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ভুগোল ও পরিবেশ-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2062
20611. শুক্র গ্রহের বায়ুমন্ডল প্রধানত কোন গ্যাস নিয়ে তৈরী?
- নাইট্রোজেন
- হাইড্রোজেন
- অক্সিজেন
- কার্বন ডাইঅক্সাইড
20612. পৃথিবীর উপগ্রহ কয়টি?
- ১টিও নেই
- ১টি
- ২টি
- ৩টি
20613. ছুটন্ত তারা কোনটি?
- ছায়াপথ
- উল্কা
- ধূমকেতু
- নক্ষত্র
20614. ছায়াপথ হলো-
- গ্যালাক্সির বৃহৎ অংশ
- গ্যালাক্সির ক্ষুদ্র অংশ
- গ্যালাক্সির গোল অংশ
- গ্যালাক্সির মাঝারি অংশ
20615. উপগ্রহের বৈশিষ্ট্য হলো-
- অভিকর্ষ বলের প্রভাবে সূর্যকে কেন্দ্র করে ঘোরে
- নিচের তাপ বা আলো নেই
- মহাকর্ষ বলের প্রভাবে গ্রহকে কেন্দ্র করে ঘোরে
B,C
20616. উল্কার ছুটে চলার গতি সেকেন্ডে কত কিলোমিটার?
- প্রায় ২ কিলোমিটার
- প্রায় ৩ কিলোমিটার
- প্রায় ৪ কিলোমিটার
- প্রায় ৫ কিলোমিটার
20617. আকাশের কোনদিকে ছায়াপথ দেখা যায়?
- পূর্ব-পশ্চিমে
- উত্তর-দক্ষিণে
- দক্ষিণ-পশ্চিমে
- উত্তর-পশ্চিমে
20618. মহাকাশে নক্ষত্রগুলো কোন অবস্থায় আছে?
- জলন্ত অগ্নিপিন্ড
- জ্বলন্ত গ্যাসপিন্ড
- ঠান্ডা অবস্থায়
- গরম অবস্থায়
20619. সূ্র্যের ভর কত?
- প্রায় ১.৯৯×১০১৩ কিলোমিটার
- প্রায় ২.৯৯×১০১৩ কিলোমিটার
- প্রায় ৩.৯৯×১০১৩ কিলোমিটার
- প্রায় ৪.৯৯×১০১৩ কিলোমিটার
20620. কোন গ্রহের উপগ্রহ সংখ্যা সবচেয়ে বেশি?
- বৃহস্পতি
- শনি
- মঙ্গল
- ইউরেনাস
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "মহাবিশ্ব-ও-আমাদের-পরিবেশ - এসএসসি-ভুগোল ও পরিবেশ-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2062"