মহাবিশ্ব-ও-আমাদের-পরিবেশ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ভুগোল ও পরিবেশ-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2060
20591. নক্ষত্র বলা হয় সে সব জ্যোতিষ্ককে
- যাদের আলো আছে 2. যাদের আলো নেই 3. যাদের উত্তাপ আছে
B,C
20592. সৌরজগতের কোন জ্যোতিষ্ক কিছুদিনের জন্য উদয় হয়ে আবার অদৃশ্য হয়ে যায়?
- উল্কা
- নীহারিকা
- কৃষ্ণবামন
- ধূমকেতু
20593. কৃত্রিম উপগ্রহ ব্যবহার করা হয়-
- আবহাওয়ার পূর্বাভাস দানে
- পরিবেশ দূষণ নির্ণয়ে
- গোয়েন্দা নজরদারিতে
A,B,C
20594. সৌরজগতের কোন দুইটি গ্রহ দূরবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না?
- শনি ও ইউরেনাস
- ইউরেনাস ও বুধ
- পৃথিবী ও নেপচুন
- ইউরেনাস ও নেপচুন
20595. পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত?
- ১৩ কোটি কিলোমিটার
- ১৪ কোটি কিলোমিটার
- ১৫ কোটি কিলোমিটার
- ১৬ কোটি কিলোমিটার
20596. পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করতে কত সময় লাগে?
- ৩৬৫ দিন ৬ ঘন্টা
- ৩৬৫ দিন ৪ ঘন্টা ৪৮ মি.
- ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৭ মি.
- ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মি. ৪৭ সে.
20597. মহাকাশের অধিকাংশ গ্যালাক্সির আকর ও আকৃতি কেমন?
- সরলাকার ও উপবৃত্তাকার
- সর্পিলাকার ও বৃত্তাকার
- সর্পিলাকার ও অর্ধবৃত্তাকার
- সর্পিলাকার ও উপবৃত্তাকার
20598. ধূমকেতু হলো-
- এক প্রকার জ্যোতিষ্ক
- দেখতে গোলাকৃতির
- মাথা ও লেজ আছে
A,C
20599. ১ বছরে আলো যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলে?
- আলোক দূরত্ব
- আলোক বেগ
- আলোক দিক
- আলোক বর্ষ
20600. সূর্য থেকে মঙ্গল গ্রহের দূরত্ব কত কিলোমিটার?
- 11.8
- 22.8
- 33.8
- 44.8
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "মহাবিশ্ব-ও-আমাদের-পরিবেশ - এসএসসি-ভুগোল ও পরিবেশ-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2060"