ব্যয়-ও-ব্যয়ের-শ্রেণিবিভাগ – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ২য়পত্র-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 172
1711. ব্যয় তত্ত্বের সঠিক সমীকরণ কোনটি?
- ব্যয় = সম্পত্তি – খরচ – ক্ষতি
- ব্যয় = সম্পত্তি + ক্ষতি – খরচ
- ব্যয় = খরচ – ক্ষতি + সম্পত্তি
- ব্যয় = সম্পত্তি + ক্ষতি + খরচ
1712. যে ব্যয় নিয়ন্ত্রণ করে মোট ব্যয়কে হ্রাস করা যায় তাকে কোন ব্যয় বলে?
- স্বচ্ছ ব্যয়
- স্থায়ী ব্যয়
- নিয়ন্ত্রণযোগ্য ব্যয়
- অনিয়ন্ত্রণযোগ্য ব্যয়
1713. তিথি কোং লি. – এর প্রত্যক্ষ কাঁচামাল ১৫,০০০ টাকা, প্রত্যক্ষ শ্রম ৮,০০০ টাকা, অন্যান্য প্রত্যক্ষ ব্যয় ২,০০০ টাকা, উৎপাদন উপরিব্যয় ৬০,০০০ টাকা।তিথি কোং লি. – এর মুখ্য ব্যয় কত?
- ১৫০০০০ টাকা
- ২৩০০০০ টাকা
- ২৫০০০০ টাকা
- ২৫০০০ টাকা
1714. তিথি কোং লি. – এর রূপান্তর ব্যয়ের পরিমাণ কত?
- ১০০০০ টাকা
- ১৬০০০০ টাকা
- ৭০০০০ টাকা
- ৬৮০০০ টাকা
1715. জ্বালানি খরচ কোন ব্যয়কে প্রভাবিত করে?
- প্রশাসনিক ব্যয়কে
- বন্টন ব্যয়কে
- অফিস ব্যয়কে
- কারখানা ব্যয়কে
1716. যেই সমস্ত মেয়াদ উত্তীর্ণ ব্যয় আর্ন হতে বিয়োগযোগ্য সেইগুলোই হচ্ছে –
- ক্ষতি
- ব্যয় একক
- খরচ
- ব্যয়
1717. অনতিবাহিত ব্যয়কে কী বলা হয়?
- আয়
- খরচ
- ক্ষতি
- সম্পদ
1718. নতুন কোনো সিদ্ধান্ত গৃহীত হলে প্রতিষ্ঠানের তহবিল থেকে যে ব্যয় নির্গত হয় তাকে কোন ব্যয় বলা হয়?
- নির্গত ব্যয়
- পার্থক্যমূলক ব্যয়
- আরোপিত ব্যয়
- সুযোগ ব্যয়
1719. কারখানা উপরিব্যয়ের অন্তর্ভুক্ত –
- প্রত্যক্ষ কাঁচামালের জন্য ব্যয়িত খরচ
- পরোক্ষ শ্রম
- উৎপাদনের যাবতীয় পরোক্ষ ব্যয়
B,C
1720. ‘মতি রেন্ট-এ-কার’ -এর মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ ১৫,০০০ টাকা। টেলিফোন বিল ৫,০০০ টাকা, বিদ্যুৎ বিল ৬,০০০ টাকা, ইন্টারনেট বিল ৭,৫০০ টাকা এবং পানির বিল ৪,০০০ টাকা হলে মিশ্র ব্যয়ের পরিমাণ কত?
- ১৮৫০০ টাকা
- ২২৫০০ টাকা
- ২৭৫০০ টাকা
- ৩৩৫০০ টাকা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।