ব্যয়-ও-ব্যয়ের-শ্রেণিবিভাগ – এইচএসসি-হিসাববিজ্ঞান ২য়পত্র-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 172

ব্যয়-ও-ব্যয়ের-শ্রেণিবিভাগ – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ২য়পত্র-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 172

1711. ব্যয় তত্ত্বের সঠিক সমীকরণ কোনটি?

  1. ব্যয় = সম্পত্তি – খরচ – ক্ষতি
  2. ব্যয় = সম্পত্তি + ক্ষতি – খরচ
  3. ব্যয় = খরচ – ক্ষতি + সম্পত্তি
  4. ব্যয় = সম্পত্তি + ক্ষতি + খরচ

1712. যে ব্যয় নিয়ন্ত্রণ করে মোট ব্যয়কে হ্রাস করা যায় তাকে কোন ব্যয় বলে?

  1. স্বচ্ছ ব্যয়
  2. স্থায়ী ব্যয়
  3. নিয়ন্ত্রণযোগ্য ব্যয়
  4. অনিয়ন্ত্রণযোগ্য ব্যয়

1713. তিথি কোং লি. – এর প্রত্যক্ষ কাঁচামাল ১৫,০০০ টাকা, প্রত্যক্ষ শ্রম ৮,০০০ টাকা, অন্যান্য প্রত্যক্ষ ব্যয় ২,০০০ টাকা, উৎপাদন উপরিব্যয় ৬০,০০০ টাকা।তিথি কোং লি. – এর মুখ্য ব্যয় কত?

  1. ১৫০০০০ টাকা
  2. ২৩০০০০ টাকা
  3. ২৫০০০০ টাকা
  4. ২৫০০০ টাকা

1714. তিথি কোং লি. – এর রূপান্তর ব্যয়ের পরিমাণ কত?

  1. ১০০০০ টাকা
  2. ১৬০০০০ টাকা
  3. ৭০০০০ টাকা
  4. ৬৮০০০ টাকা

1715. জ্বালানি খরচ কোন ব্যয়কে প্রভাবিত করে?

  1. প্রশাসনিক ব্যয়কে
  2. বন্টন ব্যয়কে
  3. অফিস ব্যয়কে
  4. কারখানা ব্যয়কে

1716. যেই সমস্ত মেয়াদ উত্তীর্ণ ব্যয় আর্ন হতে বিয়োগযোগ্য সেইগুলোই হচ্ছে –

  1. ক্ষতি
  2. ব্যয় একক
  3. খরচ
  4. ব্যয়

1717. অনতিবাহিত ব্যয়কে কী বলা হয়?

  1. আয়
  2. খরচ
  3. ক্ষতি
  4. সম্পদ

1718. নতুন কোনো সিদ্ধান্ত গৃহীত হলে প্রতিষ্ঠানের তহবিল থেকে যে ব্যয় নির্গত হয় তাকে কোন ব্যয় বলা হয়?

  1. নির্গত ব্যয়
  2. পার্থক্যমূলক ব্যয়
  3. আরোপিত ব্যয়
  4. সুযোগ ব্যয়

1719. কারখানা উপরিব্যয়ের অন্তর্ভুক্ত –

  1. প্রত্যক্ষ কাঁচামালের জন্য ব্যয়িত খরচ
  2. পরোক্ষ শ্রম
  3. উৎপাদনের যাবতীয় পরোক্ষ ব্যয়

1720. ‘মতি রেন্ট-এ-কার’ -এর মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ ১৫,০০০ টাকা। টেলিফোন বিল ৫,০০০ টাকা, বিদ্যুৎ বিল ৬,০০০ টাকা, ইন্টারনেট বিল ৭,৫০০ টাকা এবং পানির বিল ৪,০০০ টাকা হলে মিশ্র ব্যয়ের পরিমাণ কত?

  1. ১৮৫০০ টাকা
  2. ২২৫০০ টাকা
  3. ২৭৫০০ টাকা
  4. ৩৩৫০০ টাকা

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline