ব্যাংক-ও-গ্রাহক – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-finance-banking-12 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1685
16841. কোনটি কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কার্যাবলির অন্তর্ভুক্ত?
- তহবিল সংরক্ষণ
- মুদ্রার ক্রয়ক্ষমতা নিয়ন্ত্রণ
- কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি
- সহজ বিনিময় মাধ্যম সৃষ্টি
16842. বৈদেশিক মুদ্রার ওপর নিয়ন্ত্রণ অপরিহার্য কেন?
- ব্যবসায়িক অবস্থা নিয়ন্ত্রণের জন্যে
- বিনিয়োগ ব্যাংকসমুহকে অর্থনীতির অনুকূলে রাখতে
- অভ্যন্তরীণ বাণিজ্যে সফলতার জন্যে
- আমদানি ও রপ্তানিকে অর্থনীতির অনুকূলে রাখতে
16843. ভারত স্বাধীন হওয়ার কত বছর পর রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া জাতীয়করণ করা হয়?
- ১২ বছর
- ১৪ বছর
- ১০ বছর
- ১৬ বছর
16844. জাতীয় স্বার্থ সংরক্ষণের জন্যে কেন্দ্রীয় ব্যাংক কী করে?
- উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে সরকারকে পরামর্শ দেয়
- বৈদেশিক মুদ্রার আগমনের হিসাব রাখে
- আন্ত:ব্যাকিং দেনা -পাওনা নিষ্পত্তিতে কাজ করে
- আন্তর্জাতিক আর্থিক সম্পর্কের বুনিয়াদ গড়ে তোলে
16845. কেন্দ্রীয় ব্যাংকের সাথে সরকারের সম্পর্ক কেমন হবে তা কীসের ওপর নির্ভর করে?
- ব্যাংকের পরিশোধিত মূলধনের ওপর
- ব্যাংকের মালিকানার ওপর
- ব্যাংক কর্তৃক সরকারকে প্রদত্ত সেবার ওপর
- ব্যাংকের পরিচালনার ওপর
16846. ব্যাংক তার গ্রাহকের সুদ-
- জমাকৃত অর্থের সাথে যোগ করে
- মক্কেলের হিসাবে জমা রাখে
- যথাযথ কর্তৃপক্ষের নিকট জমা করে
A,B
16847. কার দ্বারা গ্রাহক দেউলিয়া ঘোষিত হয়?
- পাওনাদার
- দেনাদার
- বাংলাদেশ ব্যাংক
- আদালত
16848. চুক্তি বলতে কী বোঝায় ?
- লিখিত চুক্তিনাম
- মৌখিক প্রতিশ্রুতি
- সীমাবদ্ধ দায়
- অসীম দায়
16849. ব্যাংকিং ব্যবসায়ে লিপ্ত এমন কাকে ব্যাংকার বলা হয়?
- ব্যক্তি
- কর্পোরেশন
- কোম্পানি
A,B,C
16850. বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাহী প্রধান কে?
- ব্যবস্থাপনা পরিচালক
- চেয়ারম্যান
- অর্থমন্ত্রী
- গভর্নর
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "ব্যাংক-ও-গ্রাহক - এসএসসি-finance-banking-12 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1685"