ব্যবসায়-প্রতিষ্ঠানের-ব্যবস্থাপনা – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ব্যবসায় উদ্যোগ-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1378
13771. ব্যবস্থাপনার কার্যাবলি হলো-
- পূর্বানুমান
- পরিকল্পনা প্রণয়ন
- প্রেষণা দান
A,B,C
13772. কোন কাজ করার পূর্বে ঐ কাজের ধারণা ঠিক করাকে কী বলে?
- চিন্তা
- পরিকল্পনা
- সংগঠন
- বাস্তবায়ন
13773. কোন প্রক্রিয়ায় ব্যবসায় সংগঠনের কর্মী বিভিন্ন বিভাগ ও উপবিভাগের মধ্যে কার্যকর যোগাযোগ স্থাপন করা হয়?
- নির্দেশনা
- প্রেষণাদান
- সমন্বয়সাধন
- নিয়ন্ত্রণ
13774. কর্মীদের আদেশ নির্দেশ প্রদানকে কী বলে?
- নেতৃত্ব
- সংগঠন
- নিয়ন্ত্রণ
- নির্দেশনা
13775. একজন আদর্শ নেতাকে সৎ ও ন্যায়নিষ্ঠ হতে হয়। কারণ-
- সততা ও সাহসের জন্য সে অন্যের বিশ্বাস ও শ্রদ্ধা অর্জন করে
- সততা না থাকলে ঝুঁকি নেওয়া সম্ভব হয় না
- সততা না থাকলে ব্যবসায়ে মুনাফা হয় না
- সততা না থাকলে সাংঠনিক দক্ষতা থাকে না
13776. স্বৈরতান্ত্রিক নেতৃত্বের বৈশিষ্ট্য কোনটি?
- কর্মীদের কাছ থেকে শর্তহীন আনুগত্য পাওয়ার প্রত্যাশা
- নেতা অধীনদের চিন্তা চেতনাসম্পন্ন একটি সততা হিসেবে গণ্য করা
- নেতা একক সিদ্ধান্ত গ্রহণের অধিকারী হলেও তা করে না
- নেতা অধস্তনদের সামনের দিকে এগিয়ে নিতে আগ্রহী থাকে
13777. ব্যবস্থাপনা কাঙ্খিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয় কেন?
- প্রতিষ্ঠানের কার্যকর মানের নেতৃত্ব না থাকলে
- কর্মীদের মনোবল উন্নত থাকলে
- নেতা কর্মীদের যোগ্যতা-অযোগ্যতা সম্পর্কে অবগত থাকলে
- সাহস ও দৃঢ় মনোবল না থাকলে
13778. নির্দিষ্ট লক্ষ্য অর্জনের উদ্দেশ্য অন্যদের দ্বারা কাজ করিয়ে নেওয়াকে কী বলে?
- পরিকল্পনা
- সংগঠন
- নিয়ন্ত্রণ
- ব্যবস্থাপনা
13779. নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি?
- অধীনস্থদের প্ররোচিত করার ক্ষমতা
- কারিগরি জ্ঞান
- মূলধনের উৎস নির্বাচন করার ক্ষমতা
- ঝুঁকিমুক্ত ব্যবসায় করার ক্ষমতা
13780. ব্যবস্থাপনার কার্য কোনটি?
- সংগঠন
- মুনাফা অর্জন
- ঝুঁকি গ্রহণ
- উপযোগ সৃষ্টি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "ব্যবসায়-প্রতিষ্ঠানের-ব্যবস্থাপনা - এসএসসি-ব্যবসায় উদ্যোগ-8 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1378"