ব্যবসায়-উদ্যোগ-ও-উদ্যোক্তা – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ব্যবসায় উদ্যোগ-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1288
12871. কোনটি জেনেও উদ্যোক্তা ব্যবসায় স্থাপন ও পরিচালনা করেন?
- অনিশ্চিত ঝুঁকি
- নিশ্চিত সাফল্য
- ভাবিষ্যৎ সম্ভাবনা
- ঋণ সুবিধা
12872. ব্যবসায় স্থাপন ও সুষ্ঠুভাবে পরিচালনা কী ধরণের কাজ?
- আনন্দদায়ক
- ঝুঁকিপূর্ণ
- লাভজনক
- অলাভজনক
12873. আলমাস একটি মুদির দোকান দিল। তার ব্যবসায়ে লাভের পরিমাণ কীরূপ?
- সীমিত
- বেশি
- পর্যাপ্ত
- অত্যধিক
12874. কোন গুণটি উদ্যোক্তার সুনাম অর্জনে সহায়তা করে?
- ঝুঁকি গ্রহণের ক্ষমতা
- চ্যালেঞ্জ গ্রহণ করার মানসিকতা
- ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ
- আকর্ষণীয় ব্যক্তিত্ব
12875. কোনটি অনুকূল থাকলে ব্যবসায় স্থাপন ও পরিচালনা সহজ হয়?
- মূলধন ব্যবস্থা
- জলবায়ূ
- আইন-শৃঙ্খলা পরিস্থিতি
- জনশক্তির যথার্থ প্রশিক্ষণ
12876. কোনটি ব্যবসায় পরিচালনার আনুষঙ্গিক সুযোগ-সুবিধা?
- অর্থ
- মূলধন
- বিদ্যুৎ
- সংগঠন
12877. অদক্ষ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করার ক্ষেত্রে কে ভূমিকা রাখে?
- ক্রেতা
- ভোক্তা
- উদ্যোক্তা
- বৈদেশিক কুটনৈতিক
12878. কোনটি ব্যবসায় উদ্যোগের মধ্যে পড়ে?
- বিতর্ক প্রতিযোগিতার আয়োজন
- বিদ্যালয় পরিষ্কার রাখার চেষ্টা
- খাদ্যজাত দ্রব্যাদি উৎপাদন
- বাড়ির আশেপাশে বৃক্ষরোপণ
12879. অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে উদ্যোক্তা কী ধরণের ভূমিকা পালন করছে?
- নিষ্ক্রিয়
- সক্রিয়
- কম
- মোটামুটি ভাল
12880. হাবিব ‘ক’ উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ে। তার অর্জিত শিক্ষা ব্যবস্থা-
- মুখস্তনির্ভর
- তাত্বিক
- বৃত্তিমূলক
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "ব্যবসায়-উদ্যোগ-ও-উদ্যোক্তা - এসএসসি-ব্যবসায় উদ্যোগ-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1288"