ব্যবসায়-উদ্যোগ-ও-উদ্যোক্তা – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ব্যবসায় উদ্যোগ-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1300
12991. নিচে কোনটি জনবহুল দেশ?
- আমেরিকা
- ঘানা
- বাংলাদেশ
- ইংল্যান্ড
12992. নিচের কোনটি ঝুঁকিপূর্ণ কাজ?
- অর্থসংগ্রহ
- ব্যাংকিং ব্যবসায়
- ঋণ গ্রহণ
- ব্যবসায় স্থাপন
12993. কোনটি উদ্যোক্তা সৃষ্টি করে?
- ব্যবসায়ে স্থায়িত্ব
- মুনাফা বৃদ্ধির উপায়
- কর্মসংস্থান
- শিল্পের কাঁচামাল
12994. অর্থনৈতিক সমীক্ষা ২০১০ অনুযায়ী উৎপাদনের কত ভাগ কৃষি থেকে আসে?
- ২০ ভাগ
- ৪০ ভাগ
- ৬০ ভাগ
- ৮০ ভাগ
12995. একজন সফল উদ্যোক্তা সর্বদা-
- ঝুঁকি আগেই নিরূপণ করেন
- ঝুঁকি হ্রাসের ব্যবস্থা গ্রহণ করেন
- পরিমিত পরিমাণ ঝুঁকি গ্রহণ করেন
A,B,C
12996. ব্যবসায় উদ্যোগ এর ইংরেজী প্রতিশব্দ কী?
- Entrepreneurship
- Entrepreneurship
- Enterepreneur
- Extrepreneur
12997. একজন সফল উদ্যোক্তা কোন বিষয়ে গভীর জ্ঞান রাখেন?
- মুনাফা সংক্রান্ত
- ঝুঁকি সংক্রান্ত
- প্রেষণা বিষয়ে
- ব্যবস্থাপনা বিষয়ে
12998. ব্যবসায় উদ্যোগ সহায়তা করে-
- ঝুঁকি পরিমাপ করতে
- সরকারকে সহায়তা করতে
- প্রয়োজনীয় ঝুঁকি গ্রহণ করতে
A,C
12999. শিল্পোদ্যোক্তা সৃষ্টি করা যায়-এর অনুকূলে নিচে কতিপয় যুক্তি উপস্থাপন করা হল-
- বিভিন্ন শিক্ষা ও প্রশিক্ষণমূলক কার্যক্রম দ্বারা শিল্পোদ্যোগ সম্পর্কীয় গুণ ও দক্ষতা অর্জন করা যায়
- মানুষের সুপ্ত মেধা ও যোগ্যতা প্রশিক্ষণের মাধ্যমে বিকশিত হয়।
- শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে শিল্পোদ্যোক্তা সৃষ্টি করা সম্ভব হলে কেউ আর চাকরি করত না।
A,B
13000. নিচের কোনটি ব্যবসায় উদ্যোগ?
- পাড়ার ছেলেমেয়েকে বিনা পয়সায় পড়ানো
- পরিবারের জন্য সবজি চাষ
- মুদি দোকান চালনা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "ব্যবসায়-উদ্যোগ-ও-উদ্যোক্তা - এসএসসি-ব্যবসায় উদ্যোগ-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1300"