Right form of verb

ইংরেজী ভাষায় একটি Sentence-এ ব্যবহূত প্রতিটি word-ই কোনো না কোনো কাজ করে থাকে। প্রতিটি word-এর মধ্যে verb সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাধারণত যে word দ্বারা কোনো কিছু করা, হওয়া, থাকা, বোঝায় তাকে verb বলে। Verb is the heart of sentence. তাই verb-কে বাক্যের প্রাণ বলা হয়ে থাকে। Latin শব্দ verbum থেকে এই শব্দটির উৎপত্তি। বাক্যের গঠনশৈলীতে noun-এর পরই verb-এর স্থান। Noun, pronoun ও object-কে বিশেষভাবে গতিশীল করে রাখে এই verb। Verb ছাড়া কোনো sentence তৈরি করা যায় না। Verb-গুলো সাধারণত voice, tense, mood, narration ও Sentence পরিবর্তনে সহায়তা করে থাকে। একটি sentence-এ দুই ধরনের verb ব্যবহূত হতে পারে। যেমন: Principle verb ও Auxiliary verb.

Principle verb : যে verb-এর নিজস্ব অর্থ থাকে না, বিভিন্ন প্রকাশের জন্য অন্যের ওপর নির্ভর করতে হয় না, তাকে principle verb বলে।

Auxiliary verb : যে verb-এর নিজস্ব অর্থ থাকে না, বিভিন্ন প্রকার sentence অথবা tense, voice বা mood-এর রূপ গঠনের জন্য অন্য verb-কে সাহায্য করে থাকে, তাকে Auxiliary verb বলে।

Example : Rana is writing an application.

মনে রাখতে হবে, একই verb, Principle and Auxiliary দুইভাবেই ব্যবহূত হতে পারে। যেমন: I am a student. এখানে ‘am’ Principle verb.

আবার, I am writing a letter. এখানে ‘am’ Auxiliary verb.

Principle verb ও Auxiliary verb ছাড়াও Finite verb, Non-Finite verb, Transitive verb ও Intransitive verb রয়েছে। এগুলো বাক্য গঠনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে।

  • Sentence যদি Present indefinite tense হয় এবং Subject যদি Third Person singular number হয়, তবে verb-এর সঙ্গে s/es যুক্ত হয়। যেমন:

She (write) a letter.

Ans.: She writes a letter.

The baby (cry).

Ans.: The baby cries.

  • Before দ্বারা দুটি Past tense যুক্ত থাকলে before-এর আগের অংশে Past perfect tense এবং পরের অংশ Past indefinite tense হয়। যেমন:

We (reach) our school before the bell rang.

Ans.: We had reached our school before the bell rang.

The patient had died before the doctor (come).

Ans.: The patient had died before the doctor came.

  • After দ্বারা দুটি Past tense যুক্ত থাকলে এর আগের অংশ Past indefinite tense এবং পরের অংশ Past perfect tense হয়। যেমন:

They arrived the station after the train (leave).

Ans.: They arrived the station after the train had left.

The patient (die) after the doctor had come.

Ans.: The patient died after the doctor had come.

  •  No sooner had.. than,Scarcely had ………. when, Hardly had ………. when—প্রথম অংশ Past perfect tense অনুযায়ী হয়, অর্থাৎ verb-এর Past participle form হবে। দ্বিতীয় অংশ Past indefinite tense অনুযায়ী হয়, অর্থাৎ verb-এর Past form হয়। যেমন:

No sooner had the bell (ring) than the teacher (enter) the classroom.

Ans.: No sooner had the bell rung than the teacher entered the classroom.

Scarcely had he (arrive) at the bus stand when the bus (leave).

Ans.: Scarcely had he arrived at the bus stand when the bus left.

Hardly had the snatcher (take) the chain when he (run) away.

Ans.: Hardly had the snatcher taken the chain when he ran away.

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline