বিসিএস – প্রিলিমিনারি – আন্তর্জাতিক বিষয়াবলি – আন্তর্জাতিক নিরাপত্তা ও যুদ্ধ

  • কলিঙ্গের যুদ্ধ- ২৬১(খ্রি.)-রাজা অশোক বনাম কলিঙ্গরাজ
  • বদরের যুদ্ধ-৬২৪(খ্রি.)-মুসলিম বনাম মক্কার পৌত্তলিক
  • উহুদের যুদ্ধ-৬২৫(খ্রি.)-মুসলিম বনাম মক্কার পৌত্তলিক
  • খন্দকের যুদ্ধ-৬২৭(খ্রি.)-মুসলিম বনাম কুরাইশ
  • তাবুকের যুদ্ধ-৬৩৭(খ্রি.)-মুসলিম বনাম রোমান
  • শতবর্ষের যুদ্ধ-১৩৩৮-১৪৫৩(খ্রি.)-ইংরেজ বনাম ফরাসি-বীর কন্যা জোয়ান অব আর্ক ফ্রান্সের সেনাপতিত্ব করেন
  • পানিপথের ১ম যুদ্ধ-১৫২৬-বাবর বনাম ইব্রাহিম লোদী
  • পানিপথের ২য় যুদ্ধ-১৫৫৬-বৈরাম খাঁ বনাম হিমু
  • পানিপথের ৩য় যুদ্ধ-১৭৬১-আহমেদ শাহ আবদালী বনাম মারাঠা
  • পলাশীর ‍যুদ্ধ-১৭৫৭-সিরাজ-উদ-দৌলা বনাম লর্ড ক্লাইভ-মীর জাফরের বিশ্বাসঘাতকতায় বাংলার নবাব সিরাজ-উদ-দৌলা পরাজিত হন
  • বক্সারের যুদ্ধ-১৭৬৪-ইংরেজ বনাম মীর জাফর, সুজা-উদ-দৌলা ও দ্বিতীয় শাহ আলমের মিলিত বাহিনী
  • আমেরিকার স্বাধীনতা সংগ্রাম-১৭৭৬-৮৩(খ্রি.)-আমেরিকা বনাম বৃটিশ-জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে আমেরিকা স্বাধীন হয়

ফরাসি বিপ্লব-১৭৮৯-৯৯(খ্রি.)

  • ১৪ জুলাই বাস্তিল দূর্গ আক্রমণের মাধ্যমে শুরু হয়
  • ফরাসি বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় আসেন- নেপোলিয়ান বোনাপার্ট
  • রুশো, ভল্টেয়ার- লেখনীর মাধ্যমে ফরাসি বিপ্লবে অনুপ্রেরণা যুগিয়েছিলেন
  • ফরাসি বিপ্লবের শ্লোগান- স্বাধীনতা, সাম্য ভ্রাতৃত্ব

ট্রাফালগার যুদ্ধ-১৮০৫(খ্রি.)-ইংরেজ বনাম ফ্রান্স ও স্পেনের যৌথ বাহিনী

  • এ যুদ্ধে বৃটিশরা জয়ী হওয়ায় নেপোলিয়নের ইংল্যান্ড আক্রমণের পরিকল্পনা ব্যর্থ হয়
  • ট্রাফালগার স্কয়ার বর্তমান লন্ডনে অবস্থিত
  • ওয়াটারলুর যুদ্ধ-১৮১৫(খ্রি.)-নেপোলিয়ন (ফ্রান্স) বনাম ডিউক অব ওয়েলিংটন (বৃটেন) নেপোলিয়ন পরাজিত হয়, তাকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত করা হয়,ওয়াটারলু- বেলজিয়ামে (ব্রাসেলসের দক্ষিণে)
  • ক্রিমিয়ার যুদ্ধ-১৮৫৪-৫৬(খ্রি.)-ফ্রান্স, ইংল্যান্ড ও তুরস্ক বনাম রাশিয়া
  • সিপাহী বিপ্লব-১৮৫৭(খ্রি.)-বৃটিশদের বিরুদ্ধে দেশীয় সিপাহীদের জাতীয়তাবাদী অভ্যূত্থান
  • কোরিয়া যুদ্ধ-১৯৫০-৫৩(খ্রি.)-উত্তর কোরিয়া বনাম দক্ষিণ কোরিয়া
  • জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে অবসান
  • ভিয়েতনাম যুদ্ধ-১৯৫৬-৭৩(খ্রি.)উত্তর ভিয়েতনাম বনাম দক্ষিণ ভিয়েতনাম শান্তি ‍চুক্তির মাধ্যমে অবসান
  • পাক-ভারত যুদ্ধ-১৯৬৫-৬৬-পাকিস্তান বনাম ভারত,কাশ্মীর নিয়ে যুদ্ধ রাশিয়ার মধ্যস্থতায় তাসখন্দ চুক্তির মাধ্যমে অবসান
  • ইরাক-ইরান যুদ্ধ-১৯৮০-৮৮(খ্রি.)-ইরাক বনাম ইরান শাত-ইল-আরব  জলাধারকে কেন্দ্র করে যুদ্ধ

প্রতিটি লেকচারে নতুন নতুন লিখা যুক্ত হচ্ছে, তাই কাঙ্খিত কোন লিখা না পেলে দয়া করে কিছুদিন পর আবার ভিজিট করে দেখবেন।

লিখাতে কিংবা লেকচারে কোন ভুলত্রুটি থাকলে অথবা আপনার কাঙ্খিত লিখা খুঁজে না পেলেইশিখন.কম এর ফ্যানপেইজ অথবা নিচে কমেন্ট কর

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline