বিসিএস এর পদের নামসহ পদসমুহ, পদ সংখ্যা, ক্যাডারের নাম সহ বিস্তারিত

৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বা পিএসসি। এতে ২৪ ক্যাডারে দুই হাজার ২৪টি শূন্য পদে নিয়োগের সুপারিশ করবে পিএসসি।
এর মধ্যে সাধারণ ক্যাডারে ৫২০টি, কারিগরি ও পেশাগত ক্যাডারে ৫৪৯টি এবং সাধারণ শিক্ষা ক্যাডারে ৯৫৫টি পদ রয়েছে। ৩৮ তম বিসিএস নিয়ে ইশিখন.কম বিসিএস বিভাগে থাকবে বিশেষ আয়োজন। প্রথম পর্বে ক্যাডার, পদের নাম ও পদসংখ্যা জেনে নিন একনজরে-

সাধারণ ক্যাডার

ক্যাডার: বিসিএস (প্ৰশাসন)
পদের নাম: সহকারী কমিশনার
পদসংখ্যা: ৩০০টি

ক্যাডার:  বিসিএস (আনসার)
পদের নাম: সহকারী পরিচালক/ সহকারী জেলা কমান্ড্যান্ট/ ব্যাটালিয়ন উপ-অধিনায়ক
পদসংখ্যা: ৩১টি

ক্যাডার:  বিসিএস (নিরীক্ষা ও হিসাব)
পদের নাম: সহকারী মহা-হিসাব রক্ষক
পদসংখ্যা: ১১টি

ক্যাডার:  বিসিএস (সমবায়)
পদের নাম: সহকারী নিবন্ধক
পদসংখ্যা: ২টি

ক্যাডার:  বিসিএস (ইকনমিক)
পদের নাম: সহকারী প্রধান
পদসংখ্যা: ৬টি

ক্যাডার:

বিসিএস (পরিবার পরিকল্পন)
পদের নাম: পরিবার পরিকল্পনা কর্মকর্তা
পদসংখ্যা: ১টি

ক্যাডার:  বিসিএস (খাদ্য)
পদের নাম: সহকারী খাদ্য নিয়ন্ত্রক বা সমমান
পদসংখ্যা: ৫টি

ক্যাডার:  বিসিএস (পররাষ্ট্র বিষয়ক)
পদের নাম: সহকারী সচিব
পদসংখ্যা: ১৭টি

ক্যাডার:  বিসিএস (তথ্য)
পদের নাম: সহকারী পরিচালক/ তথ্য অফিসার/ গবেষণা কর্মকর্তা/ সমমান
পদসংখ্যা: ১টি

পদের নাম:

সহকারী পরিচালক (অনুষ্ঠান)
পদসংখ্যা: ৯টি

পদের নাম:

সহকারী বার্তা নিয়ন্ত্রক
পদসংখ্যা: ১৪টি

ক্যাডার:  বিসিএস (পুলিশ)
পদের নাম: সহকারী পুলিশ সুপার
পদসংখ্যা: ১০০টি

ক্যাডার:  বিসিএস (ডাক)
পদের নাম: সহকারী পোস্টমাস্টার জেনারেল বা সমমান
পদসংখ্যা: ৭টি

ক্যাডার:  বিসিএস (রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক)
পদের নাম: সহকারী ট্রাফিক সুপারিনটেনডেন্ট
পদসংখ্যা: ৭টি

ক্যাডার:  বিসিএস (কর)
পদের নাম: সহকারী কর কমিশনার
পদসংখ্যা: ৯টি

প্রফেশনাল/ টেকনিক্যাল ক্যাডার

ক্যাডার:  বিসিএস (কৃষি)
পদের নাম: কৃষি সম্প্রসারণ কর্মকর্তা
পদসংখ্যা: ১৮৯টি

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline