“বিশ্বে বাংলাদেশের অবস্থান-
1. পাট রপ্তানিতে — ১ম ।
2. পাট উৎপাদনে — ২য় । (১ম ভারত)
3. মোবাইল ব্যাংকিং এ — দ্বিতীয় (১ম কেনিয়া)
4. জনসংখ্যার দিক থেকে দক্ষিণ এশিয়ায়- তৃতীয়
5. সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বৈশ্বিক শান্তিসূচকে –৩য়
6. ধান উত্পাদনে –চতুর্থ। (১ম চীন)
7. আয়তনে সার্ক দেশগুলোর মধ্যে –চতুর্থ। (১ম ভারত)
8. জনসংখ্যার দিক থেকে মুসলিম বিশ্বে – চতুর্থ(১ম ইন্দোনেশিয়া)
9. দরিদ্র মানুষের সংখ্যায় বিশ্বে –চতুর্থ।(১ম ভারত)
10. চা উৎপাদনে —চতুর্থ। (১ম চীন)
11. মাছ উৎপাদনে বিশ্বে –চতুর্থ।
12. জনসংখ্যার দিক থেকে এশিয়ার – পঞ্চম
13. আলু উৎপাদনে- ৮ম।
14. জনসংখ্যার দিক থেকে বিশ্বে- ৮ম।
15. ভঙ্গুর রাষ্ট্রের তালিকায় –৩২ তম
16. বিশ্বে ক্ষুধাপীড়িত দেশের মধ্যে—৫৭তম
17. বিশ্ব ইন্টারনেট সূচকে –৬৩তম
18. বৈশ্বিক শান্তিসূচকে —৮৪তম
19. বৈশ্বিক সক্ষমতা সূচকে —১০৭ তম
20. ই-গভর্নমেন্ট উন্নয়ন সূচকে —১৪৮ তম”
0 responses on "বিশ্বে বাংলাদেশের অবস্থান"