বিভিন্ন দেশের গেরিলা সংগঠনের নাম মনে রাখার টেকনিক ১
বিভিন্ন দেশের গেরিলা সংগঠনের নাম মনে রাখার টেকনিক
#Revolutionary United Front(RUF)- একটি সিয়েরালিওন এর গেরিলা সংগঠন ।
,
সংগঠনটির Acronym করলে হয় RUP বা রূপ – অার ‘রূপ’ নামের এমন সংগঠন তো শুধু সিয়েরালিওনেই থাকতে পারে ! তাই না? কারণ সিয়েরালিওনের নামের শেষে লিওন অাছে বলে কথা!!
.
#ফার্ক(FARC- Revolution Armed Forces of Colombia) – কলম্বিয়ার একটি মার্কসবাদী গেরিলা সংগঠন।
এভাবে মনে রাখতে পারেন- কলম্বিয়াতে বিয়া হয় পার্কে (ফার্কে)!!!
.
#ইনোসিস- সাইপ্রাসের জারা নামক একটি উগ্র জাতি যারা গ্রিসের সাথে যুক্ত হওয়ার লক্ষ্যে এখনো সংগ্রাম করছে।
.
একটু লক্ষ্য করতো, ইনোসিসি শব্দটি কিন্তু শুনতে ইনোসেন্স এর ন্যায় শুনায় অথচ তারা ইনোসেন্ট না বরং উগ্র, এটা শুনে তো অামরা সারপ্রাইজ হতেই পারে। তাই অামরা ইনোসিস শুনে সারপ্রাইজ হই বলেই মনে রাখবেন এটি সাইপ্রাসের সংগঠন!!!!!!
.
# JEM-Justice & Equality Movement যেটি সুদানের দারফুরের একটি গেরিলা সংগঠন। এভাবে মনে রাখতে পারেন, JEM বা জিম করলে তো মানুষ সুন্দর হয় অার সুন্দরের -সু -দিয়ে সুদান হয়! তাই না? সবচেয়ে বড় কথা সুদানের কালো কালো মানুষ গুলো সুন্দর হওয়ার জন্য জিম করতেই পারে!!!
.
#ভাইকিং -হলো স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের জলদস্যু। এই ভাইকিং নিয়ে কত ফিল্মই তো হয়েছে। এমনকি মার্কিনীরা মঙ্গল গ্রহে পাঠানো একটি উপগ্রহের নাম দিয়েছিলেন ভাইকিং। তাই বুঝা যায় পৃথিবীর সব উগ্র, গেরিলা ও জঙ্গি থেকে এই জলদস্যুরা সম্পূর্ণ ভিন্ন! তাই মনেও থাকার কথা একটি ভিন্ন ভাবে!!
.
#অাবু সায়াফ – ফিলিপাইনের মুসলিম অধ্যুষিত অঞ্চলের একটি স্বাধীনতাকামী গেরিলা সংগঠন।
একটু লক্ষ্য করেন তো, অাবু সায়াফের শেষে কিন্তু ‘ ফ’ অাছে অার ‘ফ’ তে ফিলিপাইন!!!
.
#MNLF (Moro National Liberation Front) – ফিলিপাইনের একটি গেরিলাদল। নামের শুরুতে ‘M’ অাছে অার এমতে হয় ম্যানিলা যেটি ফিলিপাইনের রাজধানী। এভাবেই মনে রাখুন।
.
#Party Karkerani Kurdistan (PKK) – এটি তুরস্কের কুর্দিস্তানের একটি শ্রমিক দল যারা তুরস্কে এখনো স্বাধীন কুর্দিরাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংগ্রামরত।
এভাবে মনে রাখতো পারেন- কে তে কুর্দি অার কুর্দি তো তুরস্কে।
.
#LTTE – শ্রীলংকায় স্বাধীন তামিল রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে তামিল নেতা ভিলুপিল্লাই প্রভাকরণ ১৯৭৬ সালে Liberation Tigers of Tamil Eelam বা LTTE প্রতিষ্ঠা করে শ্রীলংকায় যে বিদ্রোহানল ছড়িয়ে দিয়েছিল, শ্রীলংকা তা ২০০৯ সালের ১৮মে LTTE প্রধান ভিলুপিল্লাইকে হত্যা করে বিদ্রোহের সেই দাবানল নিবিয়ে দিয়েছিল।এই কাহিনীতো সবারই জানা। তাই নতুন করে বলার কিছু নেই যে LTTE ছিল শ্রীলংকার একটি বিষপোড়া!!!
.
#IRA -Irish Republican Army উত্তর অায়ারল্যান্ডের একটি স্বাধীনতাকামী সংগঠন। এভাবে মনে রাখুন অাইতে অায়ারল্যান্ড।
.
#এদিকে ভারত তার সাত বোন (Seven sisters) নিয়ে অাছে বেশ চিন্তায়! কারণ তারা সবাই স্বাধীনতাকামী, বিদ্রোহী, তাই তো –
#অাসাম গঠন করেছে #ULFA – United Liberation Front of Assam.
.
#নাগাল্যান্ড গঠন করেছে #NSCN
#ত্রিপুরা গঠন করেছে #NLFT- National Liberation Front of Tripura.
.
#JKLF – এটিও ভারতের একটি জম্বু কাশ্মীরের স্বাধীনতাকামী সংগঠন। JkLF- Jammu Kasmir Liberation Front
.
#KLA – kossovao liberation Army, কসোবোর একটি স্বাধীনতাকামী দল।
.
#LRA-Lords Resistance Army – উগান্ডার একটি বিদ্রোহী দল।
.
#KNU – ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত মায়ানমারের একটি স্বাধীনতাকামী সংগঠন।
.
#FMLN-এল সালভাদরের একটি গেরিলা সংগঠন।
.
#ISIS – Islamic state in Iraq and Syria. সুতরাং এটি ইরাক ও সিরিয়ার একটি বিদ্রোহী গেরিলা সংগঠন।
.
#সাভাক- ইরানের উগ্র একটি সংগঠন।
.
#তালেবান – অাফগানিস্তানের একটি উগ্র সংগঠন।
.
#লস্কর-ই-তৈয়বা – পাকিস্তানের একটি গেরিলা সংগঠন। ২০০৮ সালের মুম্বাই হামলা করে সাড়া জাগানো সংগঠন।
.
#নাসাকা- মায়ানমারের একটি সীমান্ত বাহিনী।