
বিভিন্ন দেশের গেরিলা সংগঠনের নাম মনে রাখার টেকনিক
________________________________________
,
#ব্ল্যাক ডিসেম্বর – পাকিস্তানের একটি গেরিলা সংগঠন। চলুন একটু মজা করে শিখি — পাকিস্তানের ইতিহাসে ডিসেম্বরকে কখনো ভুলার কথা নয় কারণ ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর যেই লজ্জা জনক পরাজয়ের স্বীকার তারা হয়েছে তাতে তাদের কাছে অাজীবন ডিসেম্বর সবসময় ব্ল্যাক হয়েই থাকবে! তাই ব্ল্যাক ডিসেম্বর নামের এমন সংগঠন শুধু পাকিস্তানেই মানায়!! তাই নয় কি?
,
#ব্ল্যাক প্যান্থার – নাকি যুক্তরাষ্ট্রের নিগ্রোদের একটি সংগঠন। বর্তমানে যুক্তরাষ্ট্র হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালি রাষ্ট্র, সেই হিসেবে পৃথিবীতে যত ব্ল্যাক প্যান্থার(বাঘ) অাছে তারমধ্যে সবচেয়ে শক্তিশালি ব্ল্যাক প্যান্থার তো যুক্তরাষ্ট্রেই থাকার কথা! তাই না? এটা অস্বাভাবিক কিছু নয়!
,
#ব্ল্যাক ক্যাট- নাকি ভারতের একটি গেরিলা কমাণ্ড বাহিনী। সত্যি বলতে কি, ভারত একদম সলিড একটা নাম বেছে নিয়েছে কারণ ক্রিকেটে ভারতের যে অাচরণ তাতে তারা ক্যাট বা বিড়ালের চেয়ে বেশি কিছু বলে মনে অামার হয় না! তাই এমন নাম ভারতকেই বেশ মানায়!
,
#M-19 নাকি কলম্বিয়ার একটি গেরিলা সংগঠন –একটু দেখনতো কলম্বিয়ার শেষে কিন্তু বিয়া শব্দটি অাছে, তাই ধরে নেন এখানে বিয়া করতে ১৯ বছর বয়স লাগে তাই কলম্বিয়ার গেরিলাদের নাম হয়েছে Marriage-19 বা M-19!!!!!!
,
#হিজবুল্লাহ- নাকি ইসরাইল বিরুদ্ধী লেবাননের একটি গেরিলা সংগঠন।
হিজবুল্লাহ নাম শুনলেই মনে হয় কত পবিত্র তাই হিজবুল্লাহ কখনো লেবার নন অর্থাৎ হিজবুল্লাহ লেবাননে।
,
#UNITA (ইউনিটা) – নাকি একটি এঙ্গোলার বিদ্রোহী গ্রুপ ; একটু লক্ষ্য করেন তো, ইউনিটা তো এঙ্গোলাতেই হবে, তাই না? কারণ দুইটা নামের শেষেই কিন্তু ‘অা’ প্রত্যয় যুক্ত অাছে।
ইউনিট +অা=ইউনিটা
এঙ্গোল + অা= এঙ্গোলা। সুতরাং ইউনিটা এঙ্গোলাতেই হবে।
,
#গুর্খা’ ও ‘মাওবাদী’ – নাকি নেপালের দুইটি গেরিলা সংগঠন।
ধরে নেন, গুর্খা একটি গালি! হয়ত ভাবছেন কিভাবে! কেন, এমনটা হতে পারে না…. গুর্খা অর্থাৎ গরু খা কিন্তু নেপালিরা তো গরু খায় না কারণ গরু, নেপালের জাতীয় পশু এবং তারা গরুকে ‘মা’ হিসেবে মানে অর্থাৎ নেপালিরা মাবাদী বা মাওবাদী!!!! ব্যস অার এভাবেই মনে রাখবেন গুর্খা ও মাওবাদী নেপালের গেরিলাদল।
,
#গর্ডস অার্মি- নাকি মিয়ানমারের একটি সংগঠন। গর্ডস শব্দটা কিছুটা গর্দভ ন্যায় শুনায় অার মিয়ানমারের অার্মিরা তো গর্দভ! তা না হলে তারা সামান্য একটা রোহিঙ্গা ইস্যু সমাধান করতে না! এমন অার্মি অার কোন দেশে অাছে বলে মনে হয় না! তাই গর্দভ বা গর্ডস অার্মি, এমন নাম শুধু মিয়ানমারেই মানায়!
,
#রেড অার্মি – নাকি জাপানের একটি উগ্র সংগঠনের নাম। এটা হতেই পারে, তাই না!? কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন জাপানের অার্মিরা কুরিয়ান মেয়েদের নিয়ে যেটি করেছে তাতে জাপানের অার্মিরা বিশ্বে অাজীবন ‘রেড অার্মি’ হয়েই থাকবে তাই এমন নাম শুধু জাপানের ক্ষেত্রেই মানায়!!!!
,
#অালকায়েদা – অাফগানিস্তানের একটি গেরিলা সংগঠন, এটা কারো ভুল হওয়ার কথা না কারণ ওসামা বিন লাদেনকে সৌদি অারব থেকে বের করে দেওয়ার পর সে কিন্তু অাফগানিস্তানেই অাশ্রয় নিয়েছিল অার গড়ে তুলেছিল টুইনটাওয়ারকে ভেঙে গ্রাউন্ড জিরো বানানো কুখ্যাত সংগঠন অালকায়েদা।
,
#শাইনিং পাথ’- নাকি পেরুর একটি গেরিলা সংগঠন। হবেই তো কারণ এই গেরিলা যে পেরুর সরু পথে থেকে শাইন করতে চায় তাই নাম হয়েছে শাইনিং পথ!
,
#টুপাক অামারু -পেরু, কি দারুণ! নামের সাথে একদম মিল! এটি Tupac Amaru Revolutionary United Front(MRTA) পেরুর একটি গেরিলা সংগঠন।
ধরে নেন গেরিলারা সবসময় পেরুতেই টু মারে বলে নাম হয়েছে টুপাক অামারু!!
,
#হামাস-ফিলিস্তিনের একটি গেরিলা সংগঠন।
মাসের পর মাস যার নাম হামাস!!! অার মাসের পর মাস তো একমাত্র ফিলিস্তিনেই যুদ্ধ হয়। তাই ফিলিস্তিনের গেরিলা সংগঠনের নাম হামাস হতেই পারে!
,
#অাল ফাতাহ – ফিলিস্তিনের একটি গেরিলা সংগঠন। একটু লক্ষ্য করেন তো, ফাতাহ এর ফাত দিয়ে কিন্তু অারাফাত হয়!!! অর্থাৎ ইয়াসির অারাফাত যিনি ছিলেন ফিলিস্তিনের এক অবিসংবাদিত নেতা। সবচেয়ে বড় কথা এই অাল ফাতাহ দলটির প্রতিষ্ঠাতা কিন্তু ইয়াসির অারাফাত।