ইশিখন.কম ব্লগ

☆…বাংলা ভাষা…☆

ভাষা বিজ্ঞানীগণ পৃথিবীর সকল
ভাষাকে কয়েকটি ভাগে (কাল্পনিক
নাম দিয়ে) ভাগ করেছেন। এর মধ্যে
একটি ভাষাগোষ্ঠীর নাম ‘ইন্দো-
ইউরোপীয়’ । ভারতীয় উপমহাদেশ
থেকে ইউরোপ পর্যন্ত এর মধ্যবর্তী
ভাষাকে ইন্দো-ইউরোপীয়
ভাষাগোষ্ঠীর অন্তর্ভূক্ত করা হয়। ইন্দো-
ইউরোপীয় ভাষাগোষ্ঠীর দুটি শাখা-
1. কেন্তুম
2. শতম I
ইউরোপীয় ভাষাগুলোকে ‘কেন্তুম’ আর
ইন্দো-ইরানীয় ভাষাগুলোকে ‘শতম’
শাখার ধরা হয়। এই শতম শাখার একটি
হচ্ছে আমাদের বাংলা ভাষা।
“”এক কথায় ইন্দো-ইউরোপীয়
ভাষাগোষ্ঠীর শতম শাখার একটি
ভাষা হচ্ছে বাংলা ভাষা।””
শতম শাখার ভাষা থেকে উদ্ভূত আর্য
ভাষা। আর্য ভাষা বেশ কয়েক ধাপ
রূপান্তরের ফলে জন্ম হয়েছে বাংলা
ভাষার। বাংলা ভাষার পূর্বের রূপ
অর্থাৎ ঠিক কোন ভাষা থেকে
বাংলা ভাষার উৎপত্তি হয়েছে এ
নিয়ে ভাষাবিদগণের মতভেদ রয়েছে।
* স্যার জর্জ গ্রিয়ারসনের মতে- মাগধী
প্রাকৃত থেকে বাংলা ভাষার
উৎপত্তি। ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
এ মত সমর্থন করেছেন।
* ড. শহীদুল্লার মতে- গৌড়ীয় অপভ্রংশ
থেকে বঙ্গ-কামরূপী ভাষার মাধ্যমে
বাংলা ভাষা বর্তমান রূপ লাভ
করেছে।

আরো পড়ুন:

বাংলা ভাষা ও সাহিত্য – ভাষা

বাংলা ভাষা ও সাহিত্য – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

বাংলা ভাষা ও সাহিত্য – ছদ্মনাম ও উপাধি

 

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline