বাংলাদেশের-সরকারব্যবস্থা – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পৌরনীতি-6 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1620
16191. জামানের দেশের রাষ্ট্রপতি যে কাজ করেন তা হলো –
- জাতীয় সংসদের অধিবেশন আহবান করেন
- মন্ত্রিপরিষদের নেতৃত্ব দেন
- জরুরি অবস্থা ঘোষণা দেন
A,C
16192. বাংলাদেশ সরকারের অঙ্গসমূহ কয়টি?
- দুইটি
- তিনটি
- চারটি
- পাঁচটি
16193. অতিরিক্ত সচিব মন্ত্রণালয়ের কোন প্রশাসনিক কর্মকর্তা?
- প্রথম প্রধান
- দ্বিতীয় প্রধান
- তৃতীয় প্রধান
- চতুর্থ প্রধান
16194. কোন রাষ্ট্রে নাগরিকগণ সরকারের কাজের সমালোচনা করতে পারে?
- সমাজতান্ত্রিক
- ধনতান্ত্রিক
- গণতান্ত্রিক
- প্রজাতান্ত্রিক
16195. বাংলাদেশের প্রশাসনিক কাঠামো কত স্তরভিত্তিক?
- দুই স্তর
- তিন স্তর
- চার স্তর
- পাঁচ স্তর
16196. সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় সাধন করেন কে?
- রাষ্ট্রপতি
- প্রধান বিচারপতি
- আইনমন্ত্রী
- প্রধানমন্ত্রী
16197. বাংলাদেশের বিচার বিভাগ গঠিত হয়েছে –
- সুপ্রিম কোর্ট নিয়ে 2. অধস্তন কোর্ট নিয়ে 3. জেলা পরিষদ নিয়ে
A,C
16198. রাষ্ট্রপতি দ্বিতীয়বার রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারবেন না কোন কারণে?
- অপসারিত হলে
- ৫৫ বছর অতিক্রম করলে
- মুসলমান ব্যতীত অন্য ধর্মের হলে
- সন্তান না থাকলে
16199. মন্ত্রিপরিষদের নেতৃত্ব দেন কে?
- রাষ্ট্রপতি
- প্রধান বিচারপতি
- স্পিকার
- প্রধানমন্ত্রী
16200. জাতীয় সংসদ কোনো ক্ষেত্রে অর্থ মঞ্জুর করতে সমর্থন হলে রাষ্ট্রপতি কত দিনের জন্য সংশ্লিষ্ট তহবিল হতে অর্থ মঞ্জুর করতে পারেন?
- ৪০ দিনের
- ৫০ দিনের
- ৬০ দিনের
- ৭০ দিনের
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বাংলাদেশের-সরকারব্যবস্থা - এসএসসি-পৌরনীতি-6 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1620"