বাংলাদেশের-উন্নয়ন-কর্মকান্ড-ও-পরিবেশের-ভারসাম্য – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ভুগোল ও পরিবেশ-13 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2048
20471. পুকুরে নতুন কীটপতঙ্গ জন্মালে কী হবে?
- মাছের খাদ্য কমবে
- পানি দূষিত হবে
- পানি দুর্গন্ধ হবে
- পানিতে অক্সিজেন হ্রাস পাবে
20472. কৃষির উন্নয়নের জন্য কোনটি অপ্রয়োজনীয়?
- কীটনাশক ব্যবহার
- ভূ-নিম্নস্থ পানি সেচের ব্যবহার
- সার ব্যবহার
- ভূ-উপরস্থ পানি সেচের ব্যবহার
20473. কোনটি কৃষি ও শিল্পকে তরান্বিত করে?
- যোগাযোগ
- দক্ষ শ্রমিক
- স্থিতিশীল রাজনীতি
- সরকারের ভর্তুকী
20474. কোনটি পরিবেশের প্রধান উপাদান নয়?
- কৃষিজ সম্পদ
- বনজ সম্পদ
- পানি
- ক ও খ উভয়ই
20475. কোনটি মাছ বিলুপত্ত হওয়ার কারণ?
- পানি দূষণ
- খাদ্যের অভাব
- পুকুর ভরাট
- জলজ বাস্তুসংস্থানে ব্যঘাত
20476. একই জমিতে কোন কোন সময় চাষ হয়?
- বর্ষা মৌসুমে
- সারা বছর
- শরৎকালে
- বৈশাখে
20477. দূষিত মাটিতে উদ্ভিদ জন্মাতে না পারাতে কী ঘটে?
- মেরুকরণ
- ভূমির মরুকরণ
- আর্দ্রতার বৃদ্ধি
- ভূমিক্ষয়
20478. পরিবেশ নষ্ট হওয়া থেকে রক্ষা করার দায়িত্ব কার?
- সরকারের
- পরিবেশ উন্নয়ন সংস্থার
- আমাদের সকলের
- সচেতন নাগরিকের
20479. স্থলজ বাস্তুসংস্থান নষ্ট হওয়ার পরোক্ষ ফল কোনটি?
- জলমগ্নতা
- জলোচ্ছ্বাস
- সংক্রামক রোগ বৃদ্ধি
- উত্তপ্ততা বৃদ্ধি
20480. ইটের ভাটায় প্রয়োজন –
- কাঠ পোড়ানো নিয়ন্ত্রণ
- সনাতন পদ্ধতির পরিবর্তন
- আধুনিক পদ্ধতির প্রয়োগ
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরও পড়ুন :
0 responses on "বাংলাদেশের-উন্নয়ন-কর্মকান্ড-ও-পরিবেশের-ভারসাম্য - এসএসসি-ভুগোল ও পরিবেশ-13 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2048"