বাংলাদেশের-উন্নয়ন-কর্মকান্ড-ও-পরিবেশের-ভারসাম্য – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ভুগোল ও পরিবেশ-13 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2042
20411. এশীয় পরিবেশ সহযোগিতা সংস্থার নাম কী?
- ইউনিসেপ
- সাকেপ
- সাকেফ
- ইউনেস্কো
20412. পরিবেশের উপাদানগুলো কীভাবে থাকে?
- সম্পর্কহীনভাবে
- একত্রিত অবস্থায়
- শৃঙ্খলভাবে
- বিশৃঙ্খলভাবে
20413. পুকুরে জলজ উদ্ভিদ জন্মালে –
- পানিতে অক্সিজেনের ঘাটতি হবে
- কীটপতঙ্গ ক্ষতিগ্রস্ত হবে
- ২য় ও ৩য় শ্রেণির খাদক ক্ষতিগ্রস্ত হবে
A,C
20414. একটি পুকুরের বাস্তুসংস্থানের উপাদান হচ্ছে –
- কুমির
- ভাইরাস-ব্যাকটেরিয়া
- ছোট পোকামাকড়
B,C
20415. কোনটির ফলে সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি পায়?
- ঘূর্ণিঝড়
- শৈত্যপ্রবাহ
- জলোচ্ছ্বাস
- গ্রিনহাউস প্রতিক্রিয়া
20416. মাটি অধিক তাপমাত্রা গ্রহণ কী ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে?
- মাটি উত্তপ্ত হচ্ছে
- গ্রীণ হাউস প্রতিক্রিয়া হচ্ছে
- বৃষ্টিপাত হ্রাস পাচ্ছে
- ভূমি উদ্ভিদহীন হচ্ছে
20417. বায়ু দূষণের প্রত্যক্ষ ফলাফল হলো –
- মাটির অধিক তাপমাত্রা বৃদ্ধি
- গ্রীণহাউজ প্রতিক্রিয়া
- স্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধি
B,C
20418. মুরাদ ১০ বছর আগে সুন্দরবনে ভ্রমণে গিয়ে বিভিন্ন প্রকৃতির বণ্যপ্রাণি দেখতে পান। যার মধ্যে রয়েল বেঙ্গল টাইগার ও হাতি অন্যতম। কিন্তু মানুষো অপরিণামদর্শিতার ফলে আজ এসব প্রাণরি বাসস্থান হুমকির মুখে।
- পার্বত্য চট্টগ্রাম
- ভাওয়াল
- মধুপুর
B,C
20419. বর্তমানে কোন কোন অঞ্চলে হাতি দেখা যায়?
- সিলেট
- মধুপুর
- ময়মনসিংহ
A,C
20420. কৃষিতে অগ্রগতি কেন প্রয়োজন?
- বেকারত্ব দূর
- খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ
- ভূমির ব্যবহার বাড়ানো
- কৃষির ওপর নির্ভরশীলতা কমানো
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরও পড়ুন :
0 responses on "বাংলাদেশের-উন্নয়ন-কর্মকান্ড-ও-পরিবেশের-ভারসাম্য - এসএসসি-ভুগোল ও পরিবেশ-13 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2042"