এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট – 43
421. পারিবারিক আর্থিক বিবরণী প্রস্তুতে প্রাপ্তি ও প্রদান হিসাবে অন্তর্ভুক্ত হবে না –
- চলতি বছরের বকেয়া আয় ও ব্যয়
- চলতি বছরের অগ্রিম আয় ও ব্যয়
- স্থায়ী সম্পদের অবচয়
- কোনটিই নয়
A,C
422. মি. লিটন একজন চাকুরিজীবী। তার মাসিক বেতন ৬,০০০ টাকা এবং পেশাগত আয় ৪,০০০ টাকা। তার মোট আয়ের ৪০% খাদ্য খাতে, ৩০% বাসস্থান খাতে, ১৮% বস্ত্র খাতে ও ১৫% শিক্ষা ও চিকিৎসা খাতে ব্যয় করার জন্য তিনি একটি পারিবারিক বাজেট তৈরি করলেন। মি. লিটনের খাদ্য ও শিক্ষা খাতে ব্যয়ের পরিমাণ কত টাকা?
- ৩০০০ টাকা
- ৪০০০ টাকা
- ৪৫০০ টাকা
- ৫৫০০ টাকা
423. মাস শেষে মি. লিটনের উদ্বৃত্ত বা ঘাটতি হল –
- ৩০০ টাকা ঘাটতি
- ৫০০ টাকা উদ্বৃত্ত
- ক ও খ
- কোনটিই নয়
424. পারিবারিক বাজেটের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব অপরিসীম; কারণ –
- বাজেট প্রণয়ন দীর্ঘমেয়াদি লক্ষ্য বাস্তবায়নে সাহায্য করে
- বাজেটের মাধ্যমে পরিবারের ব্যয় নিয়ন্ত্রণ করা সম্ভব
- বাজেটের মাধ্যমে পরিবারের সঞ্চয় করার অভ্যাস সৃষ্টি হয়
- কোনটিই নয়
A,B,C
425. পারিবারিক আর্থিক বিবরণীতে আয়-ব্যয় বিবরণী প্রস্তুতের মুখ্য উদ্দেশ্য হলো –
- আয়ের উদ্বৃত্ত নির্ণয়
- ঘাটতি নির্ণয়
- সমাপনী নগদ উদ্বৃত্ত নির্ণয়
- খ ও গ
A,B
426. পারিবারিক আর্থিক বিবরণী প্রস্তুতের প্রথম ধাপ কোনটি?
- আয়-ব্যয় বিবরণী
- পারিবারিক তহবিল
- প্রাপ্তি ও প্রদান হিসাব
- আর্থিক অবস্থার বিবরণী
427. মিস শেফালী তার পরিবারের জন্য বাজেট প্রণয়ন করার পর বিশেষ কারণে একটি খরচের পরিমাণ বেড়ে গেল। এ সমস্যা সহজে সমাধানের জন্য তার বাজেটটি কেমন হওয়া উচিত?
- বাস্তবধর্মী
- যুক্তিসঙ্গত
- নমনীয়
- স্বয়ংক্রিয়
428. আত্মকর্মসংস্থানমূলক প্রকল্পের সফলতা নির্ভর করে কার উপর?
- উদ্যোক্তার
- পরিবার প্রধান
- কর্মচারীর
- ভোক্তার
429. পারিবারিক বাজেটের ফলে –
- আয় ও ব্যয়ের ভারসাম্য রক্ষা হয়
- ব্যয় নিয়ন্ত্রণ সহজ হয়
- মিতব্যয়ী হওয়া সহজ হয়
- উপরের সবগুলো
A,B,C
430. পারিবারিক বন্ধনকে অনেক বেশি উপভোগ করার যায় কীসের মাধ্যমে?
- সঠিকভাবে হিসাব নিরীক্ষা
- হিসাব নিকাশে স্বচ্ছতা ও সুষ্ঠু পরিকল্পনা
- হিসাব সুষ্ঠু লিপিবদ্ধকরণ
- হিসাবের জবাবদিহিতার
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরো দেখুনঃ
এসএসসি বাংলা মডেল টেস্ট
এসএসসি Finance Banking মডেল টেস্ট
এসএসসি বাংলাদেশের ইতিহাস মডেল টেস্ট
0 responses on ""পারিবারিক ও আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের হিসাব" এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট - 43"