এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-6 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-6 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 462
4611. মধ্যযুগে একটি নস্যের ডিবায় কয় গজ মসলিন কাপড় রাখা যেত?
- 20
- 30
- 10
- 40
4612. মধ্যযুগে বাংলায় শেখদের খানকাহ ও উলেমাদের গৃহ কোন উদ্দেশ্যে বাবহৃত হতো?
- শিক্ষার উদ্দেশ্য
- রাজনীতির উদ্দেশ্য
- অর্থনীতি চর্চায়
- অস্ত্রগার হিসেবে
4613. কোন কাজকে মুসলমানগণ অত্যন্ত পূণ্যের কাজ মনে করতেন?
- মাদ্রাসা নির্মাণ
- মসজিদ নির্মাণ
- দান খয়রাত
- প্রাসাদ নির্মাণ
4614. শৈব ধর্মের মূল উৎস কী?
- বিষ্ণু
- শিব
- ব্রহ্মা
- শীতলা
4615. মুসলমান বাংলার স্থাপত্যশিল্পের উৎকৃষ্ট নিদর্শন হচ্ছে-
- সমাধি সৌধ
- মসজিদ
- তোরণ
A,B,C
4616. ‘ইউসুফ জোলেখা’ প্রণয়মূলক কাব্যটি কে রচনা করেন?
- শাহ মুহাম্মদ সগীর
- আকরাম খাঁ
- সোমেন চন্দ্র
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
4617. বাংলায় মধ্যযুগের মুসলমান শাসকদের অন্যতম অবদান ছিল?
- সাহিত্য ক্ষেত্রে
- সামাজিক ক্ষেত্রে
- রাজনৈতিক ক্ষেত্রে
A,B,C
4618. কোনটি হিন্দু সমাজের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য?
- স্বামীভক্তি
- পিতৃভক্তি
- মাতৃভক্তি
- গুরুভক্তি
4619. বড় সোনা মসজিদের আরেক নাম হিসেবে নিচের কোনটি সমর্থনযোগ্য?
- আদিনা মসজিদ
- একলাখী মসজিদ
- ছোট সোনা মসজিদ
- বারদুয়ারী মসজিদ
4620. মধ্যযুগে আর্থিক দিক হতে মধ্যম শ্রেণি কেমন ছিল?
- অসচ্ছল
- মোটামুটি সচ্ছল
- দরিদ্র
- ভিক্ষুক
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলাদেশের ইতিহাস-6 - এসএসসি-বাংলাদেশের ইতিহাস-6 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 462"