পদার্থের-অবস্থা-ও-চাপ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পদার্থ বিজ্ঞান-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2512
25111. বস্তুর ওজন, বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান হলে নিচের কোনটি ঘটবে?
- বস্তু তরলে ভাসবে
- বস্তু তরলে ডুবে যাবে
- বস্তু তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে
- বস্তু আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে
25112. নৌদুর্ঘটনা এড়ানো যায়-
- ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করে
- আবহাওয়ার সতর্ক সংকেত মেনে
- ধারণক্ষমতার চেয়ে কম যাত্রী বহন করে
A,B,C
25113. কখন ঝড়ের সম্ভাবনা থাকে?
- বায়ুমণ্ডলের চাপ কমে গেলে
- বায়ুমণ্ডলের চাপ বেড়ে গেলে
- বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে গেলে
- বায়ুমন্ডলের তাপমাত্রা কমে গেল
25114. দুটি বস্তুর আয়তন সমান হলেও যার-
- ঘনত্ব বেশি সেটি ভারী
- ঘনত্ব কম সেটি ভারী
- ঘনত্ব কম সেটি হালকা
A,C
25115. P ঘনত্বের তরলের অভ্যন্তরে h গভীরতায় কোনো বিন্দুতে চাপের মান কত হবে?
- Hpg
- Hp
- Hp2g
- hg/p
25116. নির্দিষ্ট জায়গায় তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ নির্ভর করে-
- তরলের ঘনত্বের ওপর
- বিন্দুর গভীরতার ওপর
- ভূমির ক্ষেত্রফলের ওপর
A,B
25117. সমুদ্র সমতল থেকে যত উপরে উঠা যায় ততোই হ্রাস পায় কোনটি?
- বায়ুমন্ডলীয় ওজন
- বায়ুস্তম্ভের ঘনত্ব
- বায়ুমন্ডলীয় চাপ
- সবকয়টি
25118. জুতার উপর কী পরিমাণ চাপ পড়বে?
- 9520Pa
- 540.96 Pa
- 27048 Pa
- 24078 Pa
25119. কোনো ব্যক্তির ভর 60kg এবং তার জুতার তলার ক্ষেত্রফল 0.03m2 হলে চাপ কত?
- 20000Pa
- 16900Pa
- 19600Pa
- 15000Pa
25120. প্লাজমার তাপমাত্রা কত ডিগ্রী সেলসিয়াস?
- কয়েক শত
- কয়েক হাজার
- কয়েক লক্ষ
- কয়েক কোটি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "পদার্থের-অবস্থা-ও-চাপ - এসএসসি-পদার্থ বিজ্ঞান-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2512"