তরঙ্গ-ও-শব্দ – এসএসসি-পদার্থ বিজ্ঞান-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2551

অণুজীব

তরঙ্গ-ও-শব্দ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পদার্থ বিজ্ঞান-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2551

25501. দুটি সুরশলাকার কম্পাঙ্ক যথাক্রমে 128Hz এবং 384Hz। বায়ুতে সুরশলাকা দুটি হতে সৃষ্ট শব্দ তরঙ্গদৈর্ঘ্যর অনুপাত কত?

  1. 0.04375
  2. 0.125694444444444
  3. 0.0444444444444444
  4. 0.167361111111111

25502. ভ্যাকিউয়ামে শব্দের দ্রুতি কত?

  1. 330ms-1
  2. 280ms-1
  3. 650ms-1
  4. শূন্য

25503. নিচের তথ্যগুলো লক্ষ্য করো-

  1. যান্ত্রিক তরঙ্গ সঞ্চালনের জন্য স্থিতিস্থাপক মাধ্যমের প্রয়োজন
  2. তাড়িত চোম্বক তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয় না
  3. মাধ্যমের কণাগুলোর স্পন্দন গতির ফলে তরঙ্গ সৃষ্টি হয়

25504. শব্দ তরঙ্গের বেগ নির্ভর করে-

  1. মাধ্যমের প্রকৃতির ওপর
  2. মাধ্যমের তাপমাত্রার ওপর
  3. মাধ্যমের আর্দ্রতার ওপর

25505. কোনো পর্যাবৃত্ত গতি সম্পন্ন বস্তু গতিপথের কোনো বিন্দুকে একবার সম্পূর্ণভাবে অতিক্রম করলে তাকে বলে?

  1. গতিপথ
  2. পূর্ণ পর্যায়
  3. আধা পর্যায়
  4. দ্বি-পর্যায়

25506. অনুপ্রস্থ তরঙ্গ-

  1. পানি তরঙ্গ
  2. শব্দ তরঙ্গ
  3. আলোক তরঙ্গ

25507. কোন তরঙ্গ ব্যবহার করে ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস করা যায়?

  1. শব্দোত্তর তরঙ্গ
  2. শব্দেতর প্রতিধ্বনি
  3. শব্দের ব্যতিচার
  4. আলোক তরঙ্গ

25508. 250Hz কম্পাঙ্ক বিশিষ্ট সুর শলাকা হতে নিঃসৃত শব্দ বাতাসে 3s এ 1050m দূরত্ব অতিক্রম। বায়ুতে শব্দের তরঙ্গদৈর্ঘ্য কত?

  1. 1.4m
  2. 1.36m
  3. 12.6m
  4. 38.9m

25509. প্রতিধ্বনি শোনার জন্য উৎস ও প্রতিধ্বনি শোনার মধ্যবর্তী সময়ের পার্থক্য কত সেকেন্ড হওয়া প্রয়োজন?

  1. 10 মিটার
  2. 16.6 মিটার
  3. 26.6 মিটার
  4. 36.6 মিটার

25510. তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণার যেকোনো মুহূর্তের গতির সম্যক অবস্থানকে কী বলে?

  1. কম্পাঙ্ক
  2. বিস্তার
  3. দশা
  4. স্পন্দন

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline