
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো সহিংস কাজ, সন্ত্রাসী কাজের স্থান হতে পারে না। এখানে লাশের রাজনীতি হতে পারে না। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী নিয়ে যে পরিবার তার সবচেয়ে বড় শক্তি হলো সামাজিক শক্তি। এই শক্তির কাছে কোনো অশুভ শক্তি টিকতে পারে না, অশুভ শক্তি অত্যন্ত ক্ষণিকের এবং সাময়িক। তাদের পরাজয় অবশ্যই ঘটবে। আমরা এ সামাজিক শক্তি ব্যবহার করে যেকোনো ধরনের অশুভ তৎপরতা প্রতিহত করতে সক্ষম।
গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিচ্ছন্ন অভিযান কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিডি ক্লিন ঢাকা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মাকসুদ কামাল। বিশেষ অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬নং ওয়ার্ড কমিশনার হাসিবুর রহমান মানিক। অধ্যাপক আখতারুজ্জামান বলেন, সমপ্রতি বিভিন্ন সহিংস ঘটনায় প্রতিবাদে প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীরা যেভাবে এগিয়ে এসেছে এটিই সবচেয়ে বড় শক্তি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস হলো আমরা সামরিক শক্তির এবং অন্য শক্তির ওপর নির্ভর নয়, আমরা নৈতিক শক্তির ও নিজস্ব শক্তির ওপর বলীয়ান। এখানে অশুভ শক্তির তৎপরতা বরদাশত করা হবে না। আমরা চাই এমন এক ক্যাম্পাস যেখানে সুর, তাল, লয় থাকবে কিন্তু অসুর থাকবে না। তখন সব বিবেচনায় ক্যাম্পাস কলুষমুক্ত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে পরিচ্ছন্ন ক্যাম্পাস ঘোষণা করে তিনি বলেন, আজকে ক্যাম্পাসের ১২১ স্পটে বিডি ক্লিনের সদস্যরা পরিষ্কার করছে। এই মুহূর্তে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে পরিচ্ছন্ন ঘোষণা করতে পারি। কিন্তু এটিকে আমাদের টেকসই করতে হবে। এজন্য তিনি বিভাগ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিজ উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।
আরো পড়ুন: