
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানের ওপর যারা হামলাকারীদের বহিষ্কারের দাবি জানিয়ছে ছাত্রলীগ।
মঙ্গলবার (২৩শে জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, আন্দোলনকারীরা তিনটি গেট ভেঙ্গে ভিসিকে লাঞ্ছিত ও হামলা করেছে। তার ভিডিও আমাদের কাছে আছে। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বসে ছিল না। তারা তাদের সম্মানিত ভিসিকে উদ্ধারে গিয়েছিল। আমরা সেখানে উপাচার্যকে উদ্ধারে গিয়েছিলাম। আমার ছাত্রলীগের ভাই বোনদের ওপর তারা জঙ্গী স্টাইলে হামলা চালিয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান বলেন, এ আন্দোলনে কোন সাধারণ শিক্ষার্থী ছিলনা। এটা বাম শিক্ষার্থীদের আন্দোলন। সাধারণ শিক্ষার্থীরা আমাদের সাথে ছিল।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, এ আন্দোলনে শিবির, ছাত্রদল জড়িত। আমাদের শিক্ষক আমাদের পিতৃতুল্য। তাদের আমাদের সম্মান করা উচিত। আমরা ঢাবির শিক্ষার্থী হিসেবে স্যারকে উদ্ধারে গিয়েছি।
রাজধানীর সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ১৫ জানুয়ারি উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেন। সেখানে ছাত্রলীগ নেতারা ছাত্রদের হুমকি-ধমকি ও ছাত্রীদের ওপর নিপীড়ন করে আন্দোলন নস্যাৎ করে দেন। এর প্রতিবাদে নিপীড়নবিরোধী শিক্ষার্থীরা ১৭ জানুয়ারি প্রক্টর কার্যালয়ের ফটক ভেঙে প্রক্টরকে অবরুদ্ধ করেন। পরদিন অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামি করে মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর থেকে টানা আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা।
আরো পড়ুন: