ঝুঁকি-ও-অনিশ্চয়তা – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-finance-banking-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1741
17401. শেয়ার থেকে প্রাপ্ত আর্ন সবচেয়ে বেশি ঝুঁকিবহুল আর্ন হিসেবে গণ্য হয় কেন?
- এ আর্ন নির্দিষ্ট থাকে
- এ আর্ন নির্দিষ্ট থাকে না
- এ আয়ে অনেক ব্যয় হয়
- এ আযে অনেক সময় লাগে
17402. ব্যবসায় প্রতিষ্ঠান সফলভাবে চালানোর জন্যে কোন ধরণের ব্যয়ের সৃষ্টি হয়?
- পরিচালনা
- পরোক্ষ
- স্থায়ী
- প্রত্যক্ষ
17403. সাধারণ শেয়ার থেকে প্রাপ্ত আর্ন সবচেয়ে বেশি ঝুঁকিবহুল আর্ন হিসেবে গণ্য হয়। কারণÑ
- ভবিষ্যতে কোম্পানি কী পরিমাণ লভ্যাংশ দিবে তা শ্চিত নয়
- লভ্যাংশ প্রাপ্তি কখনই প্রত্যাশিত লভ্যাংশের সমান হয় না
- শেয়ার বাজার সবসময় স্থিতিশীল থাকে না
A,B,C
17404. ঝুঁকির আরেকটি ধারণা হল-
- সমতা
- উত্থান-পতন
- নিরাপত্তা
- স্থিতিশীলত
17405. কোম্পানির লভ্যাংশ প্রদান কীসের উপর নির্ভর করে?
- স্থায়ী সম্পত্তির উপর
- অর্জিত মুনাফার উপর
- বিনিয়োগকারীর বিনিয়োগের উপর
- নিজস্ব মূলধনের উপর
17406. পণ্যের প্রকৃত চাহিদা অনুমেয় চাহিদা হতে কম হলে-
- বিক্রয়ের পরিমাণ কম হবে
- মুনাফা স্থিতিশীল থাকবে
- মুনাফার পরিমাণ কম হবে
A,C
17407. কোন ঝুঁকির কারণে কোম্পানির দ্রুত বিলোপসাধন হওয়ার সম্ভাবনা থাকে?
- তারল্য ঝুঁকি
- ব্যবসায়িক ঝুঁকি
- সুদ হারের ঝুঁকি
- আর্থিক ঝুঁকি
17408. ঝুঁকি সৃষ্টি হতে পারে-
- আয় প্রত্যাশা থেকে বেশি হলে
- আয় প্রত্যাশা থেকে কম হলে
- আয় প্রত্যাশা থেকে সমান হলে
A,B
17409. আদর্শ বিচ্যুতি নির্ণয় কী ধরনের পদ্ধতি?
- গাণিতিক পদ্ধতি
- জ্যামিতিক পদ্ধতি
- অর্থায়ন পদ্ধতি
- পরিসংখ্যানিক পদ্ধতি
17410. ব্যবসায়িক কার্জক্রম থেকে প্রত্যাশিত মুনাফা অর্জনে কোনোরূপ অনিশ্চয়তা দেখাদিলে তাকে কী বলে?
- আর্থি ঝুঁকি
- মৌলিক ঝুঁকি
- ব্যবসায়িক ঝুঁকি
- ফটকা ঝুঁকি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "ঝুঁকি-ও-অনিশ্চয়তা - এসএসসি-finance-banking-4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1741"