জেএসসি বাংলা সহপাঠ । সোহরাব রোস্তম – কুইজ মডেল টেস্ট অনুশীলন
3991. আফরাসিয়া কোন দেশের সেনাপতি ছিলেন?
- ইরানের
- তুরানের
- জাবুলিস্তানের
- সামেনগানের
3992. যুদ্ধের জন্য রোস্তমের নির্বাচিত সবচেয়ে দুরুন্ত ও অবাধ্য ঘোড়ার নাম কী?
- তাজী
- রখ্শ
- দুলদুল
- বোররাক
3993. ‘সোহরাব রোস্তম’ কে অনুবাদ বা রূপান্তর করেছেন?
- কবি আলাওল
- মমতাজউদ্দীন আহমদ
- আবুল কাসেম ফেরদৌসী
- মির্জা গালিব
3994. কন্যা সন্তান হওয়ার খবর পেয়ে রোস্তম কী হয়েছিল?
- রাগান্বিত
- বিমর্ষ
- আনন্দিত
- অবাক
3995. সাদা রঙের চুলওয়ালা ছেলে অভিশাপ ডেকে আনতে পারে। এই রকম নানা আশঙ্কার কথা শুনে শাম নিজের হাতে নিজের পুত্রকে ফেলে এলেন আল বুরুজ পর্বতে। কিন্তু দেবতারা ছিলেন শিশু জালের প্রতি দয়াশীল। ঈগল পাখির মতো ঠোঁট এবং সিংহের মতো পা বিশিষ্ট সিমোরগ পাখি উড়ে ঠোঁটে ঝুলিয়ে জালকে নিয়ে গেল। জাল পাখির বাসায় বড় হতে লাগল।
- রূপকথার অংশ
- উপকথার অংশ
- জনশ্রুতিমূলক গল্পাংশ
- ঐতিহাসিক গল্পাংশ
3996. রাজা শাহ মনুচেহেরের সৈন্য দলে নামকরা বীর যোদ্ধার নাম কী?
- শাম
- ইরিজি
- ফেরিদুর
- পীরচেহের
3997. বাদশাহ মুনচেহের শামকে কোন রাজ্যের শাসনভার দিলেন?
- জাবুলিস্তান
- তুরান
- সামেনগান
- হামাউন
3998. বীরযোদ্ধা শাম পুত্রের নাম কী রাখলেন?
- হাম
- তান
- মান
- জাল
3999. তখন নিশূতি রাত- এখানে ‘নিশুতি’ শব্দটি দ্বারা কী বুঝানো হয়েছে?
- ভোররাত
- গভীর রাত
- সন্ধ্যারাত
- গোধূলি
4000. মেহেরাব কোন রাজ্যের রাজা ছিলেন?
- হামাউন
- মাজেন্দ্রান
- কাবুল
- সামেনগান
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জেএসসি বাংলা সহপাঠ । সোহরাব রোস্তম - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 400"