
জেএসসি-বাংলা-1-পদ্য-9-আবার-আসিব-ফিরে- কুইজ মডেল টেস্ট অনুশীলন – 354
3531. কার্তিকের নবান্নের দেশে কী জীবনানন্দ দাশ কী হয়ে আসতে চাইছেন?
- ভোরের কাক
- সন্ধ্যার সুদর্শন
- রাতের লক্ষ্মী পেচাঁ
- বিকেলের হাঁস
3532. নবান্ন হলো-
- ধানের আনন্দ
- নতুন অন্ন
- নতুন ধান
- নতুন ধানের উৎসব
3533. নবান্ন অনুষ্ঠান কোন মাসে হয়?
- আশ্বিন মাস
- কার্তিক মাস
- অগ্রহায়ণ মাস
- পৌষ মাস
3534. কোন মেঘ সাঁতরায়ে ধবল বক আসে?
- কালো মেঘ
- সাদা মেঘ
- রাঙা মেঘ
- আবছা মেঘ
3535. ‘শঙ্খচিল’ সাধারণত কোন রঙের হয়ে থাকে?
- কালো
- বাদামী
- সাদা
- মেটে
3536. জীবনানন্দ দাশের কবিতায় প্রতিফলিত হয়েছে-
- প্রকৃতির রং ও রূপ
- ঐতিহ্য চেতনা
- পল্লি জীবন
3537. ‘নবান্ন’ -এর শাব্দিক অর্থ কী?
- একটি উৎসব
- পায়েস
- নতুন ভাত
- নবজীবনের আহবান
3538. সাদা বক নীড়ে ফিরে আসবে-
- মেঘাচ্ছন্ন হলে
- অন্ধকারাচ্ছন্ন হলে
- দিনের শেষে
3539. জীবনানন্দ দাশের কবিতায় বাংলাদেশের কোনটি প্রকাশ পেয়েছে?
- প্রাকৃতিক দৈন্য
- প্রকৃতির বিচিত্র রূপ
- বাংলার জাগরণ
- বাংলার ইতহিসা
3540. কবির সারাদিন কেটে যাবে কোথায়?
- কলমির গন্ধভরা জলে ভেসে ভেসে
- অঘ্রাণের মাঠে মাঠে
- পল্লির নদীতে নদীতে
- পল্লির পাড়ায় পাড়ায়
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।