জেএসসি-বাংলা-1-পদ্য-10-দেশ – জেএসসি-বাংলা-1-পদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 265
জেএসসি-বাংলা-1-পদ্য-মডেল টেস্ট | 2641. ‘দেশ’ কবিতায় ‘সুধার ধারা’ বলতে কী বোঝানো হয়েছে?
- মধুর নহরকে
- সওদাগরের নৌকাকে
- পণ্যসামগ্রী সরবরাহকে
- নদীর স্রোতধারাকে
2642. ‘বুনো হাতির দল’ বলতে বোঝানো হয়েছে-
- মেঘ
- বৃষ্টি
- কুয়াশা
- বিদ্যুৎ
2643. বালুচর কোন পাখিতে মুখর থাকে?
- চখা
- ডাহুক
- শালিক
- শঙ্খচিল
2644. সবুজ শস্যের খেতে আলো জ্বালায় কে?
- থোকা থোকা জোনাকি
- শরৎকালের শিশির
- সাদা সাদা বক
- প্রজাপতির ঝাঁক
2645. আমাদের বনজ সম্পদ ভরপুর-
- ফুলে ও ফলের সম্ভারে
- নান প্রকার বনজ সম্পদে
- স্বর্ণময় দোলায়িত শস্যে
A,B
2646. বাংলাদেশ সরকারের তথ্য ও প্রচার বিভাগে উচ্চপদে চাকরি করেন-
- জসীমউদ্দীন
- বুদ্ধদেব বসু
- জীবনানন্দ দাশ
- আল মাহমুদ
2647. কবি জসীমউদ্দীন কত বছর ঢকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন?
- ৬ বছর
- ৫ বছর
- ৪ বছর
- ৩ বছর
2648. “সাত সাগরের পণ্য চলে সওদাগরের নায়।” এখানে নায় বলতে বোঝানো হয়েছে-
- কিনার
- পাত্র
- নৌকা
- বাড়ি
2649. ‘দেশ’ কবিতায় কোন গানে মর উদাস হয়ে যাবার কথা বলা হয়েছে?
- পল্লি
- ভাটিয়ালি
- বাউল
- ভাওয়াইয়া
2650. জসীমউদ্দীন বাংলাদেশ সরকারের কোন পুরস্কার পেয়েছেন?
- বাংলা একাডেমি পুরস্কার
- একুশে পদক
- স্বাধীনতা পদক
- নাসির উদ্দীন স্বর্ণপদক
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জেএসসি-বাংলা-1-পদ্য-মডেল টেস্ট- 265"