জেএসসি-বাংলা-1-গদ্য-7-এবারের-সংগ্রাম-স্বাধীনতার-সংগ্রাম – জেএসসি-বাংলা-1-গদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 234
2331. মাইনে পত্র নেয়ার জন্য কয় ঘন্টা ব্যাংক খোলা রাখার নির্দেশ দেন বঙ্গবন্ধু?
- ১ ঘন্টা
- ২ ঘন্টা
- ৯ ঘন্টা
- ২৪ ঘন্টা
2332. বাঙালির প্রতি ভুট্টো সাহেবের আচরণ কেমন ছিল?
- বন্ধু ভাবাপন্ন
- তাৎপর্যহীন
- নেতিবাচক
- স্বাভাবিক
2333. শেখ মুজিব আমাদের কত বছরের করুণ ইতিহাসের কথা উল্লেখ করেছেন?
- বিশ
- একুশ
- বাইশ
- তেইশ
2334. ১৯৬৯ সালে গণ অভ্যুত্থানে কার পতন হয়েছিল?
- আইয়ুব খানের
- ইয়াহিয়া খানের
- ইস্কান্দার মির্জার
- জুলফিকার আলী ভুট্টোর
2335. বঙ্গবন্ধুর ভাষণটিকে অনবদ্য বলার কারণ-
- বক্তব্যের গভীরতা
- জোরালো শব্দ প্রয়োগ
- সুস্পষ্ট নির্দেশনা
A,B,C
2336. বঙ্গবন্ধু তাঁর ভাষণে কয় কোটি বাঙালির কথা বলেছেন?
- চার
- পাঁচ
- ছয়
- সাত
2337. পাকিস্তানে মোট জনসংখ্যায় বাঙালির অবস্থান কেমন ছিল?
- সংখ্যালঘু
- সংখ্যাগুরু
- সংখ্যায় অর্ধেক
- সংখ্যাতীত
2338. ঊনসত্তরের গণঅভ্যূত্থানে ক্ষমতাচ্যুত হন-
- ইয়াহিয়া খান
- জুলফিকার আলী ভুট্টো
- ইস্কান্দার মির্জা
- আইয়ুব খান
2339. দক্ষিণ আফ্রিকার অবিসংবাদী নেতা নেলসন ম্যান্ডেলা বর্ণবাদের বিরুদ্ধে সংগ্রাম করে জেল, জুলুম, নির্যাতনের শিকার হন। নির্বাসিত জীবন যাপন করেন। ক্ষমতাসীন শাসনগোষ্ঠী তাঁর জীবন থেকে নেয় ২৭টি বছর। কিন্তু তিনি কখনও মাথা নত করেন নি। অবশেষে জয় হয় মানবতার, অবসান ঘটে বর্ণবাদের।
- সহনশীলতা
- দেশপ্রেম
- আপসহীনতা
A,B,C
2340. বঙ্গবন্ধুর এই বিশেষ গুণ আমাদের উপহার দিয়েছে-
- গভীর দেশপ্রেম
- বাঙালি সংস্কৃতি
- স্বাধীন রাষ্ট্র
- বৈষম্য থেকে মুক্তি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জেএসসি-বাংলা-1-গদ্য-7-এবারের-সংগ্রাম-স্বাধীনতার-সংগ্রাম"