জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-2 – জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 67
661. বাঙারিরা জীবনপণ যুদ্ধ করে কেন?
- ভারতকে খুশি করতে
- পাকিস্তানের ক্ষমতা নিতে
- নিয়াজীকে হত্যা করতে
- প্রতিরোধ করতে
662. সর্বাত্মক আন্দোলন কর্মসূচি ঘোষণা করে কোন রাজনৈতিক দল?
- আওয়ামী লীগ
- কমিউনিস্ট পার্ট
- পাকিস্তান পিপলস পার্টি
- মুসলিম লীগ
663. যাদের মধ্যে আলাপ-আলোচনা ব্যর্থ হয়-
- মুজিব
- ইয়াহিয়া
- নিয়াজী
A,B
664. মুক্তিযুদ্ধের চট্টগ্রাম কোন সেক্টরের অধীন ছিল?
- এক নম্বর সেক্টর
- দুই নম্বর সেক্টর
- চার নম্বর সেক্টর
- ছয় নম্বর সেক্টর
665. বাঙালি সৈনিকরা চট্টগ্রামের যে শহরে প্রতিরোধ গড়ে তোলে-
- হালিশহর
- ষোলশহর
- বড়পুল শহর
- আগ্রাবাদ
666. বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রাথমিক প্রস্তুতি ক্ষুদ্র ও বিক্ষিপ্তভাবে হলেও ক্রমান্বয়ে তার রূপ নেয়-
- নারী যুদ্ধে
- বিশ্বযুদ্ধে
- পারমাণিবিক যুদ্ধে
- গণযুদ্ধে
667. সামরিক শাসন বলতে যেটি বোঝায়-
- সেনাপ্রধানের শাসন
- সেনা সমর্থিত শাসন
- বিপ্লবী নেতার শাসন
- এ্যাডজুটেন্ট জেনারেলের শাসন
668. মুক্তি সংগ্রামের সময় পাকিস্তানের প্রেসিডেন্ট কে ছিলেন?
- ইস্কান্দার মির্জা
- আইয়ুব খান
- ইয়াহিয়া খান
- জুলফিকার আলী ভুট্টো
669. কাদেরিয়া বাহিনী কোন অঞ্চলে ছিল?
- ঢাকা
- টাঙ্গাইল
- বরিশাল
- মাগুরায়
670. স্বাধীন সার্বভৌম বাংলাদেশে প্রতিষ্ঠার ঘোষণা দেয় কোন কমিটি?
- শান্তি কমিটি
- ছাত্রলীগ
- ছাত্র সংগ্রাম পরিষদ
- সর্বদলীয় শিক্ষার্থী সংগ্রাম কমিটি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-2 - জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 67"