জীব-প্রযুক্তি – এসএসসি-সাধারণ বিজ্ঞান-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1848

অণুজীব

 

জীব-প্রযুক্তিএসএসসি (ssc) বা মাধ্যমিকি-সাধারণ বিজ্ঞান-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1848

18471. ডাউন’স সিনড্রোম রোগের লক্ষণ হলো-

  1. চোখের পাতা ফুলে যায়
  2. নাক চ্যাপ্টা হয়
  3. হাতগুলো ছোট হয়

18472. হানটিংটনস রোগের কারণ কোনটি?

  1. পয়েন্ট মিউটেশন
  2. ননডিসজাঙ্কশন
  3. ক্রোমোসোম সংখ্যার হ্রাস বৃদ্ধি
  4. ক্রোমোসোমের কোন অংশের হ্রাস বৃদ্ধি

18473. ট্রান্সজেনিক জীব উদ্ভাবনের হাতিয়ার-

  1. রিকম্বিনেন্ট DNA কৌশল
  2. মাইক্রোইনজেকশন
  3. মাইক্রোপ্রপাগেশন

18474. নন-ডিসজাংশন সমস্যা কোষ বিভাজনের কোন ধাপে হয়?

  1. প্রোফেজ
  2. মেটাফেজ
  3. অ্যানাফেজ
  4. টেলোফেজ

18475. কোনটির কারণে দশ বছর বয়সেই শিশুর চলনশক্তি লোপ পায়?

  1. জুডেনাইল গ্লুকোমা
  2. রাতকানা
  3. এক্টোডার্মাল ডিসপ্লেসিয়া
  4. মাসকুলার ডিসট্রফি

18476. নিচের কোনটি প্রোটিন?

  1. হিস্টেন
  2. গুয়ানিন
  3. অ্যাডিনিন
  4. থাইমিন

18477. ক্ষত নিরাময়ে ব্যবহৃত হয় কোনটি?

  1. ফাইসিন
  2. ট্রিপসিন
  3. থ্রম্বিন
  4. প্যাপেইন

18478. ক্রোমোজোমে কয় ধরনের নিউক্লিক এসিড রয়েছে?

  1. 2
  2. 3
  3. 4
  4. 5

18479. বর্তমানে ওষুধ শিল্পে জীব প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে। ট্রান্সজেনিক প্রাণী উদ্ভাবন করে সেগুলো হতেও বর্তমানে ওষুধ আহরণ করা হয়। এটি একটি বিশেষ পদ্ধতি।পদ্ধতির নাম কী?

  1. মলিকুলার ফার্মিং
  2. রিপ্রোডকটিভ ক্লিনিং
  3. ট্রান্সজেনেসিস
  4. জিন থেরাপি

18480. এক্ষেত্রে ট্রান্সজেনিক প্রাণীর যেসব উৎপাদন ব্যবহার করা হয়-

  1. রক্ত
  2. দুধ
  3. মূত্র

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline