এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় মডেল টেস্ট – 162
1611. ইসলামী অর্থব্যবস্থায় যেকোনো ব্যক্তি শরিয়তসম্মতে দ্রব্যসামগ্রী উৎপাদনের জন্য বিনিয়োগ করতে পারে –
- এককভাবে
- গোষ্ঠীবদ্ধভাবে
- বেসরকারিভাবে
- একটিও নয়
B,C
1612. ভূমির মালিক কোনটির সাহায্যে অভাব পূরণ করে?
- খাজনা
- মজুরি
- সংগঠন
- মুনাফা
1613. জাতীয় সম্পদের প্রধান উৎস কয়টি?
- দুইটি
- তিনটি
- চারটি
- পাঁচটি
1614. নাগরিকের সকল সম্পদকে একত্রে কী সম্পদ বলে?
- জাতীয় সম্পদ
- ব্যক্তিগত সম্পদ
- সামষ্টিক সম্পদ
- নিজস্ব সম্পদ
1615. কোনটিকে সামনে রেখে বর্তমান অর্থনীতিকে পরিচালনা করা হচ্ছে?
- শিল্প কারখানা বিরাষ্ট্রীয়করণ
- রাষ্ট্রীয় উদ্যোগ সম্প্রসারণ
- শিল্প কারখানা সরকারিকরণ
- মুক্তবাজার অর্থনীতি প্রতিষ্ঠা
1616. কোন যুগে ভূস্বামীদেরকে জমিদার বলা হতো?
- সামন্ত যুগে
- প্রাচীন যুগে
- সম্রাট অশোকের শাসনামলে
- ব্রিটিশ শাসনামলে
1617. মিশ্র অর্থনীতিতে কীভাবে সম্পদ বা আয়ের বন্টন হয়?
- পুরোপুরি সুষ্ঠুভাবে
- সুস্থ পদ্ধতিতে
- আংশিক পদ্ধতিতে
- কাজের ভিত্তিতে
1618. সম্পদ ব্যবহারের উদ্দেশ্য কী?
- সম্পদকে আরো বৃদ্ধি করা
- সম্পদকে কার্যকর এবং উপযুক্ত করা
- ব্যবহারের মাধ্যমে অভাব পূরণ করা
- সম্পদ নষ্ট না করা
1619. মানুষের যত রকম নীতি, নিয়ম-কানুন, আইনি কাঠামো ও নির্দেশনা প্রয়োজন কোন ধর্মে তার সবকিছুর সন্নিবেশ ঘটেছে?
- ইসলামী
- হিন্দু
- খ্রিষ্টান
- জৈন
1620. স্বাধীনতার পর বাংলাদেশে কোন অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়?
- সমাজতান্ত্রিক
- ধনতান্ত্রিক
- সামন্ত্রতান্ত্রিক
- ইসলামী
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরো দেখুনঃ
এসএসসি রসায়ন
এসএসসি জীববিজ্ঞান
এসএসসি পদার্থবিজ্ঞান
0 responses on ""জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা" এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় মডেল টেস্ট - 162"