জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কোন বিষয়ে কতটি সিট/আসন সংখ্যা, সময় সুচি ও মানবন্টন দেখে নিন এখান থেকে সকল ইউনিট

বাংলাদেশের একমাত্র সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় । এখানে একই সাথে সংস্কৃতি চর্চার সাথে সাথে হচ্ছে ভাষা ও লোক ঐতিহ্য এবং বিজ্ঞান নিয়ে গবেষণা । এরই ধারাবাহিকতায় এই বিশ্ববিদ্যালয়ে এবার ‘ক’ ইউনিটের অন্তর্গত যুক্ত হচ্ছে একটি নতুন বিভাগ ‘লোকসাহিত্য বিভাগ’ ।

যেটি বাংলাদেশে এর আগে একমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়েই ছিল । এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের সকল আনুষদের মোট বিভাগ হল ১৩টি । এর আগে ৪টি অনুষদে মোট বিভাগ ছিল ১২টি ।

**এ ইউনিট- বাংলা, ইংরেজী, লোক সাহিত্য, চারুকলা, নাট্যকলা, মিউজিক ৷
**বি ইউনিট- হিসাব বিজ্ঞান, ফিন্যান্স এন্ড ব্যাংকিং, হিউম্যান রিসোর্স ম্যানেজম্যান্ট ৷
**সি ইউনিট- কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং

**ডি ইউনিট- অর্থনীতি, লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা ৷

ক ও খ-ইউনিটঃ (কলা অনুষদ)

ক ইউনিটঃ ২টি বিভাগ-
১.বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ এবং
২.ইংরেজী ভাষা ও সাহিত্য বিভাগ

খ-ইউনিটঃ ৩টি বিভাগঃ

১.থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ
২.চারুকলা বিভাগ ও
৩.সংগীত বিভাগ

গ-ইউনিটঃ (ব্যবসায় প্রসাশন অনুষদ) ৩টি বিভাগঃ

১.হিসাব বিজ্ঞান ও তত্ত্বপদ্ধতি বিভাগ
২.ফিনান্স এন্ড ব্যাংকিং বিভাগ ও
৩.হিউম্যান রিসোর্স মেনেজম্যান্ট বিভাগ

ঘ-ইউনিটঃ (বিজ্ঞান অনুষদ)

২টি বিভাগঃ

১.কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ও
২.ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ

ঙ-ইউনিটঃ (সমাজ বিজ্ঞান অনুষন) ২টি বিভাগঃ
১.অর্থনীতি বিভাগ ও
২.লোকপ্রসাশন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগ ।

এখন একই সাথে আনন্দের আবার দুঃখের সংবাদ এই যে, ক ও খ ইউনিট দুটি এক সাথে যুক্ত হয়ে যাচ্ছে । অর্থাত্‍ ক ইউনিটে মোট বিভাগ দাড়াচ্ছে ৫ যোগ লোকসাহিত্য বিভাগ, সুতরাং ৬টি । তারমানে ক ইউনিটঃ কলা অনুষদ, খ ইউনিটঃ ব্যবসায় প্রসাশন অনুষদ, গ ইউনিটঃ বিজ্ঞান অনুষদ, ঘ ইউনিটঃ সমাজ বিজ্ঞান অনুষদ ।

তারমানে হচ্ছে আগের খ ইউনিট আর নেই।

১) A, B, C, D, E ইউনিট এ লিখিত পরীক্ষায় পাশ নাম্বার ৪০ । বি ইউনিট এ ব্যাবহারিক পরীক্ষায় পাশ নাম্বার ৪০ । এবং ই ইউনিট এ লিখিত পরীক্ষায় ইংরেজীে কমপক্ষে ১২ নাম্বার পেতে হবে ।
কোটার ক্ষেত্রে সকল ইউনিট এ লিখিত পরিক্ষার পাশ নাম্বার ৩৩ । এবং বি ইউনিট এ ব্যাবহারিক পরিক্ষার পাশ নাম্বার ৩০ ।

২) ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নাম্বার এর সাথে এসএসসি (ssc) বা মাধ্যমিকি / দাখিল / সমমান ও এইচ.এস.সি / আলিম / সমমান পরীক্ষার ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএ ওর সাথে নিচের নিয়ম অনুসারে যথাক্রমে ১২ ও ১৮ নাম্বার যোগ করা হবে ।

@@@ এসএসসি (ssc) বা মাধ্যমিকি / দাখিল / সমমান এ প্রাপ্ত জিপিও——– * ২.৪ =

@@@ এইচ.এস.সি / আলিম / সমমান এ প্রাপ্ত জিপিও——– * ৩.৬ =

“এ ইউনিট”

*** মুক্তিযোদ্ধা (৫%) আসন—– ৬ টি
*** আদিবাসী (৩%) আসন—— ৩ টি

“বি ইউনিট”

*** মুক্তিযোদ্ধা (৫%) আসন—– ৫ টি
*** আদিবাসী (৩%) আসন—— ৩ টি

“সি ইউনিট”

*** মুক্তিযোদ্ধা (৫%) আসন—– ৮ টি
*** আদিবাসী (৩%) আসন——৫ টি

“ডি ইউনিট”

*** মুক্তিযোদ্ধা (৫%) আসন—– ৪ টি
*** আদিবাসী (৩%) আসন—— ২ টি

“ই ইউনিট”

*** মুক্তিযোদ্ধা (৫%) আসন—– ৬ টি
*** আদিবাসী (৩%) আসন—— ৪ টি

এ , বি , সি , ডি , ই ইউনিট এর জন্য প্রতিবন্ধী (১%), পোষ্য (১%), যুদ্ধাহত মুক্তিযোদ্ধা (১%) করে
পাঁচ টি ইউনিট এ মোট ১২ টি আসন……।
কোন বিভাগে এক জনের অধিক নয়

.

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এর বিভিন্ন অনুষদের নাম ও অন্তভুক্ত বিভাগ এর নাম , ও স্নাতক ১ম বর্ষ এর ২০১৩-১৪ সেশনের বিভিন্ন ইউনিট এ আসন সংখ্যা……।।

*** কলা অনুষদ ——- (৫ টি বিভাগ )

“এ ইউনিট” — ১১০ টি আসন

১। বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ – (৫৫ টি আসন)

২। ইংরেজী ভাষা ও সাহিত্য বিভাগ – (৫৫ টি আসন)

“বি ইউনিট” – ১০৫ টি আসন

৩। সঙ্গীত বিভাগ – (৪০ টি আসন)

৪। চারু কলা বিভাগ – (৪০ টি আসন)

৫। নাট্য কলা বিভাগ – (২৫ টি আসন)

*** ব্যবসায় প্রশাসন অনুষদ ———— (৩ টি বিভাগ)

“সি ইউনিট” — ১৬৫ টি আসন

১। হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ – (৬০ টি আসন)

২। ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ – (৫০ টি আসন)

৩। হিউম্যান ম্যানেজমেন্ট বিভাগ – (৫৫ টি আসন)

……….

*** বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ ——— (২ টি বিভাগ)

“ডি ইউনিট” ———- ৭০ টি আসন

১। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ — (৩৫ টি আসন)

২। ইলেকট্রনিক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ — (৩৫ টি আসন)

.

*** সামাজিক বিজ্ঞান অনুষদ ——— (২ টি বিভাগ)

“ই ইউনিট”——– ১২০ টি আসন

১। অর্থনীতি বিভাগ — (৬০ টি আসন)

২। লোক প্রশাসন ও সরকার পরিচালন বিদ্যা বিভাগ —— (৬০ টি আসন)
## বিভাগ ও বিষয় সম্পর্কিত তথ্য :-

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline